শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১০ আসনের জনগণ আগামী ২১ মার্চ নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত রাখবে, বললেন শফিউল ইসলাম মহিউদ্দিন

সমীরণ রায় : [২] ঢাকা-১০ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সব ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। জানুয়ারি মাসের প্রথম দিন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

[৩] তিনি বলেন, ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি বাংলাদেশ একদিন সিঙ্গাপুর, মালয়েশিয়ার পর্যায়ে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রীও আগামী ১০০ বছরের একটি পরিকল্পনা প্রণয়ন করেছেন। সেজন্য শেখ হাসিনার সরকার, বার বার দরকার।

[৪] মহিউদ্দিন বলেন, বছরজুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে। বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু তার জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন। তিনি অসহায় বাঙালি জাতিকে ৭১’র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক মুক্তি দিয়েছিলেন। বঙ্গবন্ধু জানতেন, একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে রাজনৈতিক মুক্তি দিলেই হবে না, অর্থনৈতিক মুক্তির প্রয়োজন। কিন্তু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তার আদর্শকে ধ্বংস করতে চেয়েছিল।

[৫] শনিবার ঢাকা-১০ আসনের ১৪নং ওয়ার্ড, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন। পরে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করেন।

[৬] এসময় আরও উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াসুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাদেক হামিদ সাজু, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিল জাহান ভূইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকনসহ সহযোগী সংগঠনের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়