শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপত্যকা থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার চায় কাশ্মীরের শিক্ষার্থীরা

ইসমাঈল আযহার: [২] ভারত অধ্যুষিত কাশ্মীরের শিক্ষার্থীরা উপত্যকা থেকে ভারতের সমস্ত সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ডেইলি পাকিস্তান, ডেইলি জাং, ডন

[৩] কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার খবরে বলা হয়েছে, কাশ্মীরের স্কুল-কলেজ এবং ইউনিভার্সিটির ৯০ শতাংশ ছাত্র-ছাত্রী উপত্যকা থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার চায়।

[৪] উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ভারতে অধ্যুষিত কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে উপত্যকার বাসিন্দাদের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার। সঙ্গে সঙ্গে উপত্যকায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন করে ও কারফিউ জারি করে। প্রতিবাদে কাশ্মীরি বাসিন্দারা রাস্তায় নামলে উপত্যকায় হাজার হাজার সেনা মোতায়েন করে মোদি সরকার।

[৫] খবরে বলা হয়েছে, মোদি সরকারের এই কর্মকাণ্ডের প্রেক্ষিতে নিউইয়র্কের স্কিডমোর কলেজের গবেষকরা ২০১৯ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কাশ্মীরের মোট ৬০০ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সমীক্ষা চালিয়ে রিপোর্ট প্রকাশ করেছেন। যাতে দেখা গেছে, কাশ্মীরের ৯১ শতাংশ শিক্ষার্থী উপত্যাকা থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে।

[৫] এদিকে গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টে কাশ্মিরে গণভোটকে সমর্থনকারীদের একই সংখ্যা উল্লেখ করা হয়েছিল।

[৬] কাশ্মীর সমস্যার সম্ভাব্য সমাধান প্রশ্নে ৬৪ শতাংশ শিক্ষার্থী পাকিস্তানের পক্ষে সমর্থন প্রকাশ করেছে এবং ৭৯ পশ্চিমা দেশগুলোর সমর্থন পক্ষে ভোট দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়