শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইনে থাকা রোনালদোর আকুতি, এই খারাপ সময়ে সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলুন

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের আশঙ্কায় নিজ বাড়িতে কোয়ারেন্টাউনে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান লীগে ইন্টার মিলানের সঙ্গে ম্যাচ খেলেই নিজ বাড়ি পর্তুগালের মাদেইরাতে চলে গেছেন কোয়ারেন্টিনে’ থাকার জন্য। সেখান থেকেই রোনালদো সবাইকে আহ্বান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করার।

[৩] নিজের আনুষ্ঠানিক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করেছেন ফুটবলের এই মহাতারকা। রোনালদো লিখেছেন, ‘পৃথিবী এখন অনেক বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দেয়া। আজ আমি আপনাদের সামনে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আসিনি। এসেছি একজন সন্তান, বাবা মানুষ হিসেবে, যে কিনা বিশ্বের এই খারাপ সময় সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন। আসুন আমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটাই সবচেয়ে বেশি কাজে দেবে।

[৪] মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি। যাদের কাছের মানুষ এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন, সবার জন্যই আমার প্রার্থনা ও ভালোবাসা। আমার সতীর্থ দানিয়েলে রুগানির মতো যারা এই ভাইরাসের সঙ্গে লড়ছেন, আমি তাদের পাশে আছি। যারা নিজেদের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচানোর জন্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার সমর্থন রইলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়