কূটনৈতিক প্রতিবেদক : [২] চীন থেকে নয়াদিল্লিতে এসে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি দেশে ফিরেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, শনিবার ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ সরকারের নিজ খরচে তাদের ফিরিয়ে আনা হয়।
[৩] বেশিরভাগ শিক্ষার্থী হলেও এক শিশুসহ একটি পরিবারও রয়েছে।
[৪] এর আগে ভারত সরকার নিজ উদ্যোগেই একটি বিশেষ বিমানে তাদের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে আসে।
[৫] তাদের কেউ করোনা আক্রান্ত হয়নি।
[৬] ঢাকায় পৌঁছানোর পরে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
[৭] ভারত সরকার যথেষ্ট উদারতা দেখিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তয় বলা হয়, বাংলাদেশ সরকার এসব শিক্ষার্থীদের সঙ্গে এবং ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ রক্ষা করতো এবং তাদের সুস্থতার জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করে।
[৮] বিভিন্ন দেশে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।