শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শাহীনবাগের আন্দোলন চালিয়ে যেতে চায় আন্দোলনকারীরা, চায় দিল্লি সহিংসতার বিচার

মেহেরুবা শহীদ : [২] শুক্রবার শাহীনবাগের নারী আন্দোলনকারীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট

[৩] সেখানে তারা বলেন, সরকার জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) নিয়ে যা কিছু বলুক না কেন, তা দলিলের মাধ্যমে লিপিবদ্ধ করে দেয়া হোক। কারণ জনগণ এখন আর সরকারের মুখের কথা বিশ্বাস করে না।

[৪] এ দিন উত্তর-পূর্ব দাঙ্গায় নিহতদের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন তারা। একই সঙ্গে বিজেপির নেতা কপিল মিশা ও যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরকে দ্রæত গ্রেপ্তারের দাবিও জানান তারা।

[৫] কোভিড-১৯ মোকাবেলায় সকল প্রকার জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছিলেন উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। একই কারণে ৩১ তারিখ পর্যন্ত স্কুল, কলেজ, আইপিএল খেলা ও সিনেমাহল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

[৬] শাহীন বাগের বিক্ষোভের মিডিয়া সমন্বয়কারী কাজী ইমাদ বলেন, সংক্রামণ মোকাবেলায় জনসমাগম এড়ানোর পরামর্শের প্রতি সম্মান রেখে বলছি, বিনোদন কেন্দ্রের জনসমাগমের সঙ্গে আমাদের আন্দোলনের সমাবেশের তুলনা করা ঠিক নয়। কারণ এই আন্দোলন আমাদের বেঁচে থাকার লড়াই।

[৭] এ বিষয়ে শাহীনবাগের নারী আন্দোলনকারীরা বলেন, দরকার হলে প্রয়জনীয় স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করে আমারা আমাদের এই বিক্ষোভ চালিয়ে যাবো।

[৮] অ্যাডভোকেট আনোয়ার সিদ্দিকী বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিবাদ নিয়ে কোনও সিদ্ধান্ত নেব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়