শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে স্পিড গান

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ টোল প্লাজা হইতে মাধবপুর পর্যন্ত ৩৪ কিলোমিটার খাঁটিয়াতা ( সরাইল বিশ্বরোড) হইতে কালামুড়া ব্রীজ পর্যন্ত ৪২ কিলোমিটার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার অংশ। মহাসড়কের এ অংশে দুর্ঘটনা রোধে ও নিরাপত্তা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

[৩] বিশেষ করে মহাসড়কে একের পর দুর্ঘটনা রোধে গাড়ির গতিরোধ, অবৈধ তিনচাকার গাড়ি বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন অপরাধ রোধে প্রতিনিয়ই চলছে তাদের অভিযান। ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত যানবাহন, চালক ও জননিরাপত্তার স্বার্থে খাটিহাতা হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কে স্পিড গান (গতি নির্নয় মেশিন), মাদক সনাক্তকরণের জন্য অ্যালকোহল ডিটেক্টর এবং যানবাহনের রেজিস্ট্রেশন যাচাইয়ের জন্য (আরএফআইডি) মেশিন ব্যবহার অব্যাহত রেখেছেন।

[৪] হাইওয়ের থানার তথ্য মোতাবেক চলতি বছরের আড়াই মাসে মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা ১৬, মামলার সংখ্যা ৮, নিহত ১৯ এসব দূর্ঘটনায় মর্ধ্যে আহত আছেন ১৬ জনের মত। মহাসড়কে চলাচল কারী গাড়িতে যাএী বেশে মাদক ব্যবসায়ীদের কাছ অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিল, গাঁজা উদ্ধার করা হয়।থানায় মাদক মামলা বেশ কয়েকটি।

[৫] সম্প্রতি মহাসড়কে জেলার বিজয়নগরের রামপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহতের ঘটনায় বাস চালক মাসুদ রানা মাসুদ (৩৫) কে ঢাকা ডেমরা থেকে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেন। বিশ্বরোড খাঁটিহাতা থানার উপ-পরিদর্শক প্রেমধন মজুমদার বলেন, আমাদের ওসি মাইনুল ইসলাম মহোদয়ের নির্দেশে মহাসড়কে দূর্ঘটনারোধে আমাদের অভিযান প্রতিনিয়ই চলছে। অবৈধ গাড়ি ধরছি, মামলা দিচ্ছি। গতি নির্ধারণ মেশিনের মার্ধ্যমে গাড়ির গতি নির্ধারণ অব্যাহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়