শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় এক রিক্সাচালক খুন

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: [২] জেলায় রিক্সা চালককে হত্যা করে রিক্সা ছিনতাইএর ঘটনা ঘটেছে। শনিবার ভোরে শহরের কামাড়গাড়ী এলাকার রেল লাইনের পাশ থেকে শাওন(২৬)নামের এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

[৩] নিহত শাওন শহরের চকফরিদ কলোনী এলাকার বুলু শেখের ছেলে। তাদের আদিবাড়ী গাবতলী উপজেলার নিজগ্রাম এলাকায় ।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শাওন শুক্রবার গভীর রাতে তার ভাইয়ের ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ভাড়ায় চালানোর জন্য শহরে বের হয় । পরে রাতে সে আর বাড়ী ফেরেনি।

[৫] শুক্রবার ভোরে পথচারীরা শহরের কামাড়গাড়ী এলাকায় রেল লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । পরে লোকমুখে খবর পেয়ে নিহত শাওনের পরিবার লাশটি শাওনের বলে সনাক্ত করে। তারা জানায় আগের রাতে শাওন রিক্সা নিয়ে বেড়িয়েছিল।

[৬] প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রিক্সা ছিনতাই এর জন্যই শাওনকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত শাওনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । এদিকে পুলিশ পরে পরিত্যাক্ত অবস্থায় শাওনের ছিনতাই হওয়া রিক্সাটি উদ্ধার করতে পারলেও ছিনতাইকারীরা রিক্সার ব্যাটারি খুলে নিয়ে গেছে।

[৭] বিষয়টি নিশ্চত করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল আলম রেজা প্রাথমিক ধারনা পোষন করে বলেন , শুক্রবার দিবাগত গভীর রাতের কোন এক সময়ে রিক্সা ছিনতাই এর জন্যই সম্ভবত তাকে এই এলাকায় আনা হয়েছিল । পরে তাকে হত্যার পর তার লাশ অকুস্থলে ফেলে রেখে গেছে ছিনতাইকারীরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়