শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ঝুকির মধ্যে যশোরে মাসব্যাপী আনন্দ মেলার আয়োজন নিয়ে শহরে ব্যাপক ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: [২] দেশে নভেল করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর জেলা উপজেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজসহ জনসমাগমের বিভিন্ন আয়োজন স্থগিত অথবা সংক্ষিপ্ত করা হলেও যশোরে উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী আনন্দ মেলার।

[৩] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি যশোর এ মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে। যশোর শহরের গাড়ীখানা সড়কে পুলিশ ক্লাব মাঠে বৃহষ্পতিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার। মাসব্যাপী এ মেলায় রয়েছে অর্ধ শতাধিক স্টল ও সার্কাসের আয়োজন।
এদিকে এ মেলার আয়োজন সম্পর্কে কিছুই জানেন না যশোরের জেলা প্রশাসক মো.শফিউল আরিফ ও সিভিল সার্জন শেখ আবু শাহিন।

অপরদিকে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, আমি নিরুৎসাহিত করেছিলাম। অল্প সময়ের মধ্যে এর সমাধান করে ফেলবো। আয়োজন ছোট করে আনা হচ্ছে।
তিনি (পুলিশ সুপার) যশোর শহরতলীর বাহাদুরপুরে আয়োজিত তাবলীগ জামাতের সাদপন্থিদের ইজতেমার কথা উলে­খ করে বলেন,আমরা সব ধরনের আয়োজন ছোট করার কথা বলছি।
জেলা প্রশাসক মো.শফিউল আরিফ বলেন, মেলার আয়োজন সম্পর্কে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তিনি খোঁজ নেবেন বলে এ প্রতিবেদককে জানান।
সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, মেলা আয়োজনের বিষয়ে ডিসি ও এসপি বলতে পারবেন। এছাড়া আমার ঊর্ধ্বতন কর্তপক্ষ আমাকে কোন মেলা বন্ধের কথা বলেননি।
বর্তমান প্রেক্ষাপটে মাসব্যাপী একটি মেলার আয়োজন যুক্তিসঙ্গত কিনা জানতে চায়লে সিভিল সার্জন বলেন, আমরা এক স্থানে অনেক জনসমাগমে নিরুৎসাহিত করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়