শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইইডিসিআর প্রয়োজনে স্পেশাল মেডিকেল টিম পাঠাবে যোগাযোগকারীদের বাসায়, তারা স্যাম্পল কালেক্ট করবে

 

শুভদীপ চন্দ: অনেকেরই ফ্লু লাইক সিম্পটম হচ্ছে। যেমন-জ্বর, শরীর ম্যাজম্যাজ করা, মাথাব্যথা, বমি বমি ভাব, শুকনা কাশি, হাঁচি ইত্যাদি। ভাবছেন করোনা হয়ে গেলো কিনা? করোনার পরীক্ষা কোথায় করবো বা করার প্রয়োজন আছে কিনা? বিষয়গুলো কনফিউজিং। একেকজন একেক অ্যাডভাইস দিচ্ছে। সম্প্রতি ভারতের আইসিএমআর একটি গাইডলাইন দিয়েছে এ সংক্রান্ত। প্রথমত সবারই এ টেস্ট করার দরকার নেই। রোগটি এখনো আমাদের কমিউনিটিতে ছড়ায়নি। যদি আপনার মারাত্মক ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ট্রাভেল হিস্ট্রি থাকে, বিশেষত চীন, জাপান, ইতালি, ইরান। ১৪ দিন কোয়ারেন্টাইন হয়ে থাকবেন। এর মাঝে এসব সিম্পটম না এলে টেস্ট করা লাগবে না। যদি কারও এ মারাত্মক ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ট্রাভেল হিস্ট্রি না থাকে, কিন্তু আক্রান্ত কারও সংস্পর্শে আসা হয় তাদের ঘরে কোয়ারেন্টাইন হয়ে থাকলে যথেষ্ট।

যদি ১৪ দিনের মধ্যে সিম্পটম না হয়ে থাকে তাকেও টেস্ট করা লাগবে না। পরীক্ষা করতে সরাসরি হাসপাতালে যাবে না। অহেতুক হাসপাতালে গিয়ে জীবাণু ছড়াবে না। বাংলাদেশে আইইডিসিআর তাদের হটলাইন নম্বর দিয়েছে এবং বলছে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে প্রয়োজনে তারা স্পেশাল মেডিকেল টিম পাঠাবে ওই বাসায়। তারা স্যাম্পল কালেক্ট করবে। হটলাইন নম্বর : ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়