শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি সবাই ছিলেন, সবাই মিলে নিশ্চিতভাবে ঘাস কেটেছেন

গাজী নাসিরুদ্দিন আহমেদ: ওয়ান ইলেভেনের সরকার সে সময় প্রয়াত ওয়াহিদুল হককে একুশে পদক দেয়। তার নামের প্রস্তাবক ছিলেন প্রয়াত ড. সিএস করিম। গল্পটা ড. করিমের কাছ থেকে শোনা। মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সময় বাগড়া দেওয়ার চেষ্টা করছিলেন তৎকালীন ক্যাবিনেট সেক্রেটারি। নাম বললে সবাই চিনবেন। সাজ্জাদ ভাইকে (সিএস করিম) মিটিংয়ের মধ্যেই তিনি বলছিলেন, স্যার তিনি তো ধর্ম বিশ্বাস করতেন না। দেহ হাসপাতালে দান করে গেছেন। তাকে পুরস্কার দিলে যদি কথা উঠে? সাজ্জাদ ভাই সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে বলছিলেন, আপনি নাম ফাইনাল করেন। কথা উঠলে আমরা দেখবো। ঘটনাটা মনে পড়লো রইজউদ্দিনের পুরস্কার পাওয়ার স্টোরিটা জেনে।

ক্যাবিনেট ডিভিশন সব মন্ত্রণালয়ের কাছে নাম চেয়েছে। ভূমি মন্ত্রণালয় তাদের সব সংস্থার কাছে নাম চেয়েছে। ভূমি সংস্কার কমিশনে রইজউদ্দিনের আবেদন ছিলো পুরস্কারের, তারা সেটা মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় ক্যাবিনেট ডিভিশনে পাঠায় এবং ক্যাবিনেট ডিভিশন দেশের সর্বোচ্চ বেসামরিক পদকের জন্য রইজউদ্দিনের নাম সুপারিশ করে। কেউ আপত্তি না তোলায় তা পাস হয়ে যায়। ওই কমিটিতে ১২ জন মন্ত্রী/প্রতিমন্ত্রী ছিলেন। ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি সবাই ছিলেন। সবাই মিলেই নিশ্চিতভাবে ঘাস কেটেছেন। না হলে তার নাম চূড়ান্ত হওয়ার কোনো কারণ নেই। কমিটির প্রধান মন্ত্রী মোজাম্মেলসহ বাকি মন্ত্রী/সচিবরা আসলে কী করেছেন সেখানে আমরা মিটিং মিনিটস বা সভার কার্যবিবরণী পেলে জানতে পারবো। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই উপায়ে পুরস্কার নির্ধারণ হলে রইজউদ্দিনকে বাদ দেওয়ার কোনো মানে নেই। অতীতেও রইজউদ্দিনরা পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়