শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বাড্ডায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] বৃহস্পতিবার বাড্ডার বড় বেরাইদ পাটনী পাড়ায় দিবাগত রাত এগারোটায় এ দুর্ঘটনাটি ঘটে।

[৩] অচেতন অবস্থায় রাকিয়া বেগম (৭২) কে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রাত দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] নিহতের মেয়ের ঘরের নাতি ফয়সাল আহমেদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে পাশের বাসায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে আমাদের পরিবারের সবাই যায়। অনুষ্ঠানস্থলে ৪২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থীর আইয়ুব আনসার মিন্টুর লোকজন আসাদুল, জাহিদ, নুরআলাম, মহসিন, এমদাদ, সহ ১৫/২০ জন রোকেয়া বেগমের ছেলে আলমগীর হোসেন (৩৫) কে লাঠিসোটা দিয়ে আক্রমণ করলে সেখানে তার মা রোকেয়া বেগম বাধা দিতে গেলে মাথায় লাঠির আঘাত করলে অচেতন হয়ে পড়ে।

[৫ ] তিনি আরও জানান, আলমগীর আ.লীগ সমর্থিত ৪২নং ওয়ার্ডের হাজী জাহাঙ্গীর এর সমর্থক ছিলেন। আলমগীর সমর্থিত ৪২নং ওয়ার্ডের হাজী জাহাঙ্গীর নির্বাচনে হেরে যাওয়ায় পরে আ. লীগের বিদ্রোহী প্রার্থী আইয়ুব আনসার মিন্টুর লোকজন তাদের বাড়িঘর ভাঙচুর করে।

[৬] বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই খন্দকার রাজিব আহমেদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে আলমগীরকে হামলা চালালে সেখানে তার মা রোকেয়া বেগম বাধা দিতে গেলে আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হলে।পরে স্বজনরা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৭] শুক্রবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

[৮] মৃত রোকেয়া বেগম বাড্ডার বড় বেড়াইদ পাটনী পাড়ার মৃত নূর হোসেনের স্ত্রী। দুই ছেলে তিন মেয়ের জননী ছিলেন তিনি। এ ঘটনায় ২ জন আটক হয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়