শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক জোটের

সমীরণ রায় : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

[৩] জোটের বছরব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে চলচ্চিত্র ও শিল্প সংস্কৃতির উন্নয়নে জাতির পিতার ভূমিকা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতির সংগ্রামী জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা, শিশুদের স্বরচিত কবিতা আবৃত্তি ইত্যাদি। শুধু ঢাকাতেই নয়, দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।

[৪] সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জাতির পিতার জন্মদিন মানে বাংলাদেশের জন্মদিন। জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হতো না।

[৫] সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা জানান, জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে বছরব্যাপী কর্মসূচি পালন করবো। তবে করোনাভাইরাসের কারণে জনসমাগম কমিয়ে এখন সীমিত আকারে কাজ শুরু করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে কর্মসূচি গ্রহণ করবো।

[৬] শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এই কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতৃবৃন্দ। এর আগে শিশু কিশোরদের নিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সহ-সভাপতি স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের নেত্রী প্রিয়দর্শনী খ্যাত অভিনেত্রী মৌসুমী, অভিনেত্রী তারিন জাহান, শাহনূর, চিত্র পরিচালক রফিকুল ইসলাম বুলবুল, ড. আবু হেনা মোস্তফা, কণ্ঠ শিল্পী করিম খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়