শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগে স্থগিত রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি ও লিও-জুভেন্টাসের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াই

রাকিব উদ্দীন : [২] উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে শেষ ষোলোর দ্বিতীয় লিগে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ও লিও-জুভেন্টাস ম্যাচগুলো স্থগিত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। করোনাভাইরাসের কারণে হাইভোল্টেজ এ দুটি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে উয়েফা।

[৩] নআগামী মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেয়ার কথা ছিলো ম্যানচেস্টার সিটির। এর আগে লস ব্লাঙ্কোসদের মাঠে ২-১ ব্যবধান নিয়ে এগিয়ে আছে সিটিজেনরা। অপর ম্যাচে ফরাসি ক্লাব লিওকে নিজেদের মাঠে আতিথ্য দেয়ার কতা ছিলো জুভেন্টাসের। প্রথম লেগে ১-০ ব্যবধান নিয়ে এগিয়ে আছে ফ্রান্সের এ দলটি।

[৪] গত বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ক্লাব করোনাভাইরাসের কারণে সব খেলোয়াড়কে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাতিল করেছে সব ধরনের অনুশীলনও। এরপরই লা লিগা কর্তৃপক্ষ দুই সপ্তাহের জন্য লিগ স্থগিত করে।

[৫] ওদিকে ইতালিতে সব ধরনের ক্রীড়া আয়োজনই স্থগিত করা হয়েছে ৩ এপ্রিল পর্যন্ত। বুধবার জুভেন্তাসের খেলোয়াড় ডেনিয়েল রুগানির শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এরপর ক্লাবটি তাদের খেলোয়াড়দের দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়।

[৬] এ অবস্থায় রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস দুই দলের জন্যই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। এ অবস্থায় ম্যাচ দুটি স্থগিত করে এক বিবৃতিতে উয়েফা জানায়, ‘জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা কোয়ারেন্টিনে থাকায় ম্যাচগুলো নির্ধারিত সময়ে হবে না।’ তবে দ্বিতীয় লেগে বার্সেলোনা-নাপোলি ও বায়ার্ন মিউনিখ-চেলসির মধ্যকার ম্যাচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়