শিরোনাম

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামরিক বাহিনীকে আধুনিকায়নের জন্য উচ্চ প্রযুক্তির অস্ত্র কিনতে আগ্রহী বাংলাদেশ

তিমির চক্রবর্ত্তী: [২] ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য,জার্মানি,স্পেন, ইতালি অস্ত্র বিক্রি করার জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে।

[৩ ] সরকারের সঙ্গে যোগাযোগের অংশ হিসাবে এরই মধ্যে সোমবার ঢাকা সফরে আসেন ফ্রান্সের সামরিক মন্ত্রী ফ্লোরেন্স পারলি। গত ডিসেম্বরে আসেন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স এসিস্ট্যান্ট সেক্রেটারি র‌্যাইন্ডল জি শ্রাইভার। যুক্তরাষ্ট্র থেকে কম্ব্যাট ফাইটার, মিসাইল সিস্টেম ও অ্যাপাচি হেলিকপ্টার কিনতে আগ্রহী বাংলাদেশ।

[৪] সদ্য অবসরে যাওয়া পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, একটি দেশ যখন উন্নত হয় তখন সব বিষয়ে একই সঙ্গে সমন্বিতভাবে অগ্রসর হতে চায়। কারণ, এটি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

[৫] তিনি বলেন, সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদি চিন্তা আছে। আমরা যেসব অস্ত্র কিনি তার একটি বড় অংশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ব্যবহার করা হয়।

[৬] তিনি আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাংলাদেশে ওই অস্ত্র কার্যকর কিনা, জাতিসংঘের কাজে ব্যবহার করা যাবে কিনা, দাম, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ইত্যাদি বিচেনা করে অস্ত্র কেনা হয়।

[৭] এই সচিব বলেন, সরকার গত ১০ বছরে দেশের অবকাঠামো খাতে যেভাবে উন্নয়ন করেছেন তেমনি সামরিক খাতকেও শক্তিশালী করার জন্য উদ্যোগ নিয়েছেন।

[৮] স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) গবেষণা অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশ চীনসহ ইউরোপের দেশগুলো থেকে প্রায় ৩৫০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনেছে। সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়