শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ঝুকির মধ্যে যশোরে মাসব্যাপী আনন্দ মেলার আয়োজন নিয়ে শহরে ব্যাপক ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : [২] দেশে নভেল করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর জেলা উপজেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজসহ জনসমাগমের বিভিন্ন আয়োজন স্থগিত অথবা সংক্ষিপ্ত করা হলেও যশোরে উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী আনন্দ মেলার।

[৩] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি যশোর এ মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে। যশোর শহরের গাড়ীখানা সড়কে পুলিশ ক্লাব মাঠে বৃহষ্পতিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার।

[৪] মাসব্যাপী এ মেলায় রয়েছে অর্ধ শতাধিক স্টল ও সার্কাসের আয়োজন। এদিকে এ মেলার আয়োজন সম্পর্কে কিছুই জানেন না যশোরের জেলা প্রশাসক মো.শফিউল আরিফ ও সিভিল সার্জন শেখ আবু শাহিন।

[৫] অপরদিকে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, আমি নিরুৎসাহিত করেছিলাম। অল্প সময়ের মধ্যে এর সমাধান করে ফেলবো। আয়োজন ছোট করে আনা হচ্ছে।

তিনি (পুলিশ সুপার) যশোর শহরতলীর বাহাদুরপুরে আয়োজিত তাবলীগ জামাতের সাদপন্থিদের ইজতেমার কথা উলে­খ করে বলেন,আমরা সব ধরনের আয়োজন ছোট করার কথা বলছি।

জেলা প্রশাসক মো.শফিউল আরিফ বলেন, মেলার আয়োজন সম্পর্কে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে তিনি খোঁজ নেবেন বলে এ প্রতিবেদককে জানান।
সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, মেলা আয়োজনের বিষয়ে ডিসি ও এসপি বলতে পারবেন। এছাড়া আমার ঊর্ধ্বতন কর্তপক্ষ আমাকে কোন মেলা বন্ধের কথা বলেননি।
বর্তমান প্রেক্ষাপটে মাসব্যাপী একটি মেলার আয়োজন যুক্তিসঙ্গত কিনা জানতে চায়লে সিভিল সার্জন বলেন, আমরা এক স্থানে অনেক জনসমাগমে নিরুৎসাহিত করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়