শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পকে চ্যালেঞ্জ করার দৌড়ে আরও এগিয়ে গেলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন

ইয়াসিন আরাফাত : [২] মঙ্গলবার ছয়টি রাজ্যে ভোটগ্রহণের পর বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন করার পথ অনেকটাই স্বচ্ছ হয়ে উঠেছে।বিশেষ করে মিশিগান রাজ্যে ভোটে জয়ের পর ডেমোক্র্যাটিক দলের মনোনয়নের পথে কার্যত আর কোনও বাধা থাকবে না।সিএনএন, নিউ ইয়র্ক টাইমস,রয়টার্স

[৩] মিসিসিপি ও মিসৌরি অঙ্গরাজ্যেও শীর্ষে রয়েছেন বাইডেন। বাকি অঙ্গরাজ্যগুলির চিত্র এখন‌ও স্পষ্ট নয়। তবে নর্থ ডাকোটা ও ওয়াশিংটন রাজ্যে বার্নি স্যান্ডার্স জয়লাভ করতে পারেন। গণনার শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানা যাবে।

[৪] মঙ্গলবারের প্রাইমারির পর উচ্ছ্বসিত বাইডেন এক ভাষণে বলেন, সপ্তাহখানেক আগেও তার প্রার্থিতা নিয়ে অনেক বিশেষজ্ঞ ঘোর সংশয় প্রকাশ করেছিলেন। অথচ মরার বদলে যথেষ্ট প্রাণশক্তি দেখা যাচ্ছে।

[৫] গত সপ্তাহে ‘সুপার টিউজডে' প্রাইমারি পর্বে ১৪টির মধ্যে ছয়টি রাজ্যে জয়লাভ করে অতীতের ব্যর্থতা মুছে ফেলতে পেরেছিলেন বাইডেন। সেই ধাক্কায় বার্নি ছাড়া দলের সব অবশিষ্ট প্রার্থী আসর ছেড়ে বিদায় নিয়েছেন।

[৬] বাইডেনের হঠাৎ এই সাফল্যের পিছে কৃষ্ণাঙ্গ ভোটারদের পাশাপাশি মধ্যপন্থী ভোটারদের সমর্থন কাজ করছে। অন্যদিকে দেশের স্বাস্থ্য পরিষেবা কাঠামোর ব্যাপক সংস্কার, জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব রুখতে কিছু সাহসী পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন স্যান্ডার্স। কিন্তু এমন ‘ব়্যাডিকাল' মনোভাবের কারণে ডেমোক্র্যাট দলের সমর্থকরা তার প্রতি আস্থা দেখাতে পারছেন না। বিভিন্ন জনমত সমীক্ষায় এমন চিত্র উঠে আসছে।

[৭] এদিকে করোনা ভাইরাসের কারণে দুই প্রার্থীকেই বেশ কিছু জনসভা বাতিল করতে হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে তাঁদের পক্ষে প্রচার অভিযান চালিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে উঠবে। আগামী ১৫ই মার্চ পরবর্তী পর্যায়ে ভোটগ্রহণ পর্বে দুই প্রার্থীর মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা। তার আগে টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানে স্টুডিওতে কোনও দর্শক রাখা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়