শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের পোষা প্রাণী থেকে কি করোনা ছড়ায়?

 

শাকিল আহমেদ: ঘরের পোষা প্রাণী থেকে কি করোনা ছড়ায়? প্রখ্যাত চিকিৎসক ডা. মুশতাক হোসাইন একাত্তরে এসে বলছেন, প্রশ্নটাই গোলমেলে। প্রথমত করোনা কোনো পশু বা মানুষে নতুন করে তৈরি হচ্ছে না। এটি মূলত এক মানুষ থেকে অন্য মানুষে পরিবাহিত বা ছড়াচ্ছে। একইভাবে মানুষের কাছ থেকে প্রাণীতেও যাচ্ছে । কিংবা প্রাণী থেকে মানুষে। যেমন হংকংয়ের একটি কুকুর করোনায় আক্রান্ত হয়েছে তার মালিকের কাছ থেকে। অর্থাৎ পরিবারের অন্য সদস্যের মতো নাকে, মুখে, চোখে হাত দেওয়ার পর ঘরের পোষা প্রাণী ধরা যাবে না। না ধরলে অন্য সদস্যের মতো প্রাণীটিও নিরাপদ। কিন্তু যে পশু বাইরে সে যদি কোনো আক্রান্ত মানুষের সংস্পর্শে আসে অথবা আক্রান্ত মানুষ যা ধরেছে তা স্পর্শ করে (সম্ভাবনা ক্ষীণ যদিও) তাহলে তার শরীরেও করোনা ছড়াতে পারে।

বাদুড় বা বুনো পাখি ক্যারিয়ার কিনা এ নিয়ে আমার কাছে সুনিশ্চিত তথ্য নেই। তবে আরও গোড়ার কথা হলো মানুষ বনাম প্রকৃতির লড়াইয়ের ফলই এই করোনা। মানুষ বুনো পশুর সংস্পর্শে এসেছে তার এলাকায় প্রবেশ দখল করেছেÑ সেখান থেকে করোনা মানুষের কাছে এসেছে। কিন্তু ঠিক কোন প্রাণী থেকে করোনার উৎপত্তি তা নিয়ে এখনো সুনিশ্চিত নন গবেষকরা। তবে করোনার জিন বলছে এর সঙ্গে বাদুড়ের জিনের মিল রয়েছে। অর্থাৎ এও নিশ্চিত যে এটি কোনো গবেষণাগারে তৈরি হয়নি। আমেরিকার কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষক উহান থেকে ফিরে এটি নিশ্চিত করেছেন। বলেছেন পৃথিবীর কোনো দেশে ভাইরাসটি নতুন করে তৈরি হয়নি বরং একই ভাইরাস ট্রাভেল করছে বিশ্বময় এবং সেটি যে একই তা গবেষণাতেও ধরা পড়েছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়