শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার ভয়ে সাময়িকভাবে হলেও গণপরিবহনকে একটু মানুষ করা যায় না?

 

মো. আল-আমিন মাসুদ: উপায় না থাকায় করোনার হট সিজনেও বাসে করে পরীক্ষা দিতে যেতে হলো। যাত্রা সেই পুরনো স্টাইলেই। গাদাগাদি করে একজনের ঘাড়ে করে অন্যজন। একজন হাঁচি দিচ্ছে আরেকজনের পিঠে, কখনো কখনো কথার সঙ্গে থুথুও চলে যাচ্ছে অন্যজনের শরীরে। সিটিং বাসে মুড়ির টিনের মতো দিব্যি যাত্রী তুলছে হেলপার। দেশে তিনজন করোনা আক্রান্ত পাওয়া গেলেও হুড়োহুড়ি করে মাস্কের দাম বাড়ানো ছাড়া আর কিছুই মনে হয় আমাদের করার নেই। এক মাস্ক কিনেই আপনি করোনামুক্ত হতে পারবেন না। সরকার, গণমাধ্যম, সচেতন মহলসহ সবাই বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনায় মৃত্যুর হার একেবারেই কম। হুম আসলেই মৃত্যু হার অনেক কম। তাই বলে আপনি একেবারে নিশ্চিন্তেও থাকতে পারবেন না। মৃত্যু হার কম হলেও এটা মারাত্মক ছোঁয়াচে। ১০০ জনে (২/৫) শতাংশ কম। কিন্তু এটা যখন দ্রুত ছড়িয়ে যাবে লাখখানেক মানুষের মধ্যে। তখনো পার্সেন্টেজ কম থাকলেও মৃত্যু সংখ্যাটা কিন্তু কম মনে হবে না।

বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যবিত্ত শ্রেণির জন্য কয়টা দিন গণপরিবহন পরিহার করাও সম্ভব নয়। তাই বাস মালিকদের কাছে অনুরোধ থাকবে এবার একটু মানবিক হন। সিটিংয়ের নামে পুরো বছর লোকাল চলেছেন কেউ কিছু বলেনি, অল্প কয়টা দিন দেশের কথা চিন্তা করে একটু নিয়মে যাত্রী উঠান। গাদাগাদিটা করে যাত্রী তোলা বন্ধ করুন। বিষয়টা এমন নয় যে গাদাগাদি করে যাত্রী উঠানো বন্ধ করলে করোনার প্রভাব একেবারেই কমে যাবে। তবে আমাদের সাধ্যের মধ্যে যতোটুকু পারা যায় সতর্ক থাকা যাবে। যেখানে উন্নত দেশগুলো করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। সেখানে সীমাবদ্ধতা থাকলেও আমাদের সরকার কিন্তু কম পদক্ষেপ নিচ্ছে না। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে আপাতত গণপরিবহনসহ জনসমাগমের স্থান ও বিষয়গুলোতে আরেকটু নজর দিন। মাস্ক ব্যবসায়ীদের জরিমানার মতো গাদাগাদি করে যাত্রী পরিবহনকারীদের ও জরিমানা করুন। এতে একবারে সংক্রমণ না কমলেও কিছুটা কমতে পারে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়