শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে মুরগীর দাম বেগুন-টমেটোর পর্যায়ে নেমে এলেও কোভিড-১৯ আতঙ্কে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা

সাইফুর রহমান : [২] ভারতের মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কেরালা এবং কর্ণাটক মিলিয়ে কোবিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ তে । এনিয়ে সচেতনতামূলক প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে সোস্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে বাড়ছে গুজবও। যার ফরে সাধারণ মানুষ অতঙ্কিত হওয়ায় বিরুপ প্রভাব পড়েছে পোল্ট্রি শিল্পে।জীবিত পুঁতে ফেলা হলো ১৫ হাজার ব্রয়লার মুরগী । নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া, ডেকানহেরাল্ড

[৩] গুজবের কারণে ভোক্তাদের মনে বদ্ধমূল ধারণা, মুরগীর মাধ্যমে ছড়াতে পারে কোভিড-১৯ । আবার কারো মতে, ঝুঁকি থেকে বাঁচতে পুরোপুরি নিরামিশাষী হওয়াই বুদ্ধিমানের কাজ। এর জেরে লোকসানের মুখে কর্ণাটকের বেলাগবি জেলায় এক দোকানের ৬ হাজার এবং কোলার জেলার একটি পোল্ট্রি খামারে ৯ হাজার মুরগি জ্যান্ত পুঁতে ফেলা হয়।

[৪] ভারতে সংক্রমণ দেখা দেয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যে মুরগির দর পতন হয়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছিলো ৫০-৭০ রুপিতে। বিক্রি কমে যাওয়ায় কেজিপ্রতি দর আরও ৫-১০ রুপি কমিয়েও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না। আর এর ফলে হু হু করে বাড়ছে মাছ, খাসি এবং সবজির দাম।

[৫] এদিকে উত্তরপ্রদেশের লখনউ ও মুজফরনগরের জেলাপ্রশাসন খোলা দোকানে মুরগির মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পাঞ্জাবের একটি বেসরকারি খাদ্যসংস্থার কর্মকর্তা রাজীব জয় সিংঘানিয়া দাবি করেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনভাবে ভুল প্রচারের জেরেই মানুষের মধ্যে এতটা আতঙ্ক ছড়িয়েছে।

[৬] এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, নোবেল করোনাভাইরাসের সঙ্গে মুরগীর মাংসের কোনও যোগসূত্র নেই। পাশাপাশি পোল্ট্রি এসোসিয়েশনের ইতিবাচক প্রচার-প্রচারণায়ও ভোক্তাদের আতঙ্ক কাটছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়