শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নয় বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘কনটেজিয়ন’ নামক হলিউড মুভিতে ছিলো করোনাভাইরাসের পূর্বাভাস

মশিউর অর্ণব: [২] ২০১১ সালে মুক্তি পাওয়া কনটেজিয়ন মুভিটি সে সময়ের ব্লকবাস্টার চলচ্চিত্র না হলেও, কাহিনী ও চিত্রনাট্যে চীনের প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে মিল থাকায় ২০২০ সালে এসে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। লস এঞ্জেলস টাইমস, নিউইয়র্ক টাইমস, ব্লমবার্গ, উইকিপিডিয়া

[৩] যুক্তরাষ্ট্রের অ্যাপল আইটিউন স্টোরে বর্তমানে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া ছবির তালিকায় জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি।

[৪] ‘মেডিকেল অ্যাকশন থ্রিলার’ ক্যাটাগরির এই মুভির পরিচালক ছিলেন স্টিভেন সোদারবার্গ।

[৫] কনটেজিয়ন চলচ্চিত্রটির সঙ্গে বর্তমান চীনের বাস্তব প্রেক্ষাপটের অবিশ্বাস্য কয়েকটি মিল রয়েছে।

[৬] হংকংয়ের এক বাবুর্চির সঙ্গে করমর্দনের মাধ্যমে মুভিটির একটি চরিত্র ‘এমইভি-১’ নামক ভাইরাসে আক্রান্ত হয়।

[৭] চলচ্চিত্রে কল্পিত এবং চীনের বাস্তব করোনাভাইরাস, উভয় ক্ষেত্রেই ফুসফুসের সংক্রমণ ঘটে।

[৮] চলচ্চিত্রে যখন এমইভি-১ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়, তখন একটি প্রতিষ্ঠানের কর্মীরা সংক্রমিতদের শনাক্ত এবং আইসোলেশন করতে শুরু করেন।

[৯] যুক্তরাষ্ট্রের শিকাগো শহরকে কোয়ারেন্টাইন হিসেবে দেখানো হয় মুভিটিতে, যার সঙ্গে তুলনা করা যায় চীনের অবরুদ্ধ উহান শহরকে।

[১০] তবে উল্লেখযোগ্য একটি অমিল হচ্ছে, চলচ্চিত্রে কল্পিত ভাইরাসের তুলনায় বাস্তব করোনাভাইরাস কম প্রাণঘাতী।

[১১] কনটেজিয়ন মুভির কল্পিত ভাইরাসে মৃত্যুহার ছিলো ২৫ শতাংশ, অপরদিকে করোনাভাইরাসের ক্ষেত্রে মৃত্যুহার ৩.৪১ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়