আসিফুজ্জামান পৃথিল : [২] গুরুত্বপূর্ণ মিশিগান প্রাইমারিতে সাবেক ভাইস প্রেসিডেন্টের সামনে দাঁড়াতেই পারেননি বার্নি স্যান্ডার্স। এছাড়াও মিসৌরি, মিসিসিপি, ইদাহোতে জয় পেয়েছেন তিনি। স্যান্ডার্স জিতেছেন ওয়াশিংটন ও নর্থ ডাকোডাতে। বিবিসি, সিএনএন, ওয়াশিংনটন পোস্ট
[৩] এই হারের পর আগামী জুলাইতে পার্টি কনভেনশন পর্যন্ত স্যান্ডার্স অপেক্ষা করবেন না হার মেনে সরে যাবেন সেটি নিশ্চিত নয়। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীকে ১৯৯১ জন ডেলিগেটের সমর্থন পেতে হয়। মঙ্গলবার পর্যন্ত বাইডেনের কাছে ছিলো ৬৪৮ আর স্যান্ডার্সের ৫৬৩ ডেলিকেট ভোট।
[৪] মঙ্গলবারের পর পার্থক্য আরও বেড়েছে। বর্তশানে বাইডেনের সমর্থনে আছেন ৮২০ আর স্যান্ডার্সের ৬৭০ ডেলিগেট।
[৫] সর্বশেষ প্রাইমারিগুলোতে বাইডেন মূলত সমর্থন পেয়েছেন কৃষ্ণাঙ্গ ভোটারদের। মূলত বারাক ওবামার উত্তরসূরী হিসেবেই বাইডেনকে সমর্থন করছেন তারা।
[৬] এখন পর্যন্ত ২৬টি রাজ্যে প্রাইমারি হয়েছে। এর ১৫টিই জিতে নিয়েছেন বাইডেন।
[৭] নিজের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেছেন, বার্নি স্যান্ডার্সের সমর্থকদের পাশে পেলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিতে পারবেন। তিনি বলেন, বার্নির সহায়তা ছাড়া ট্রাম্পকে হারানো সম্ভব হবে না।