শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে লাইসেন্সবিহীন অদক্ষ চালকরা চালাচ্ছে সিএনজি অটোরিক্সা, ঘটছে দুর্ঘটনা

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি :[২] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সড়কে লাইসেন্সবিহীন অদক্ষ ও কিশোর চালকরা বেপরোয়াভাবে চালাচ্ছে সিএনজি অটোরিক্সা। অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা।

[৩] গত এক মাসে কমলগঞ্জে বিভিন্ন সড়কে প্রায় ১৫টি ছোট বড় সিএনজি দূর্ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন। এতে যেমন ক্ষতি হচ্ছে চালকের, তেমন ক্ষতি হচ্ছে যাত্রীদের। অনেক সময় হতাহতের ঘটনাও ঘটছে। এদের নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনী অদৃশ্য কারনে নীরব ভুমিকা পালন করছে। যার কারনে এদের দৈরাত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

[৪] জানা যায়, এখানকার বেশীরভাগ সিএনজির চালকরা আগে রিকশা চালাতেন। বর্তমানে সিএনজি -অটোরিক্স চালাচ্ছেন। তাই এদের বেশি ভাগেরই নেই লাইসেন্স, নেই গাড়ির কাগজপত্রও। নেই কোনো প্রশিক্ষণও। যার ফলে দিন দিন দুর্ঘটনা বেড়েই চলছে।

[৫] কমলগঞ্জ উপজেলায় ছোট-বড় ১৫টি প্রধান সড়ক রয়েছে। আর এই সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড। ১৬ টি ষ্ট্যান্ডের আওতায় প্রায় ২ হাজারের উপরে সিএনজি অট্রোরিক্সা গাড়ি চলাচল করছে। কোনো নিয়ম কানুন ছাড়া সড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগীতা করে এসব গাড়ী চলছে। এসব গাড়ীর বেশীর ভাগ চালক কিশোর ও অদক্ষ। ।

[৬] স্থানীয় প্রশাসন এবং সড়ক নিয়ন্ত্রণকারী সংস্থাকে ম্যানেজ করেই এসব চালকরা সড়কে নিয়মিত যানবাহন চালাচ্ছেন। এতে প্রতিনিয়তই দৃর্ঘটনার কবলে পড়ে নিরপরাধ নিরীহ মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে। অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালক হওয়ায় সড়কে প্রতিযোগীতা মুলকভাবে গাড়ী চালাতে গিয়ে বেশীর ভাগ দুর্ঘটনা ঘটছে।

[৭] উপজেলা সিএনজি অটো রিক্সা পরিবহন মালিক সমিতির সূত্র জানায়, উপজেলার অভ্যন্তরে চলাচলকারী সিএনজি চালকদের মধ্যে প্রায় ৮৫ ভাগ চালকের লাইসেন্স নেই,বাকি ১৫ ভাগ চালকের বৈধ লাইসেন্স রয়েছে। বিভিন্ন সড়কে প্রায় ২ হাজারের ও বেশী সিএনজি চলাচল করছে কিন্তু কোন চালকেরই প্রশিক্ষণ কিংবা লাইসেন্স নেই। সিএনজি যাত্রী আবুল কাসেম, মোস্তাক আহমেদ বলেন,আমরা নিরুপায় হয়ে সিএনজিতে যাতায়াত করি। আর বেশির ভাগই কিশোর বয়সী চালক।

[৮] কমলগঞ্জ উপজেলা অটোরিকশা সিএনজি চালক সমিতির সভাপতি আলমাছ মিয়ার বলেন,আমরা চেষ্টা করছি চালকদের লাইসেন্সের ব্যবস্থা করে দিতে। কিছু সিএনজি মালিকরা অদক্ষ চালকের হাতে সিএনজি তুলে দেন। এটা বন্ধের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। ২০ বছর বয়সী কোন চালক লাইনে থাকতে পারবে না। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন,সড়ক দূর্ঘটনার ব্যাপারে চালকদের সচেতন করতে সভা করা হচ্ছে। অদক্ষ চালকদের ব্যাপারে পুলিশী কঠোর ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়