শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ.লীগ থেকে সুবিধাবাদীদের বের করার জন্য কাজ করছি, বললেন ড. হাছান মাহমুদ

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী আরও বলেন, দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী লোক প্রবেশ করেছে। দুঃসময়ে যারা দলে ছিল, তারাই আওয়ামী লীগে নেতৃত্ব দেবে। তৃণমূল পর্যায়ে কোনো সুযোগ সন্ধানীদের নেতৃত্বে আনা যাবে না। যারা চাঁদাবাজি, সন্ত্রাসী ও ভূমি দখল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।

[৩] হাছান মাহমুদ বলেন, মার্চ মাস মুজিব জন্মশতবার্ষিকীর নানা প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। এছাড়া এপ্রিল মাসে পবিত্র রমজান শুরু হবে। সে কারণে এই দুই মাসে কোনো জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে না।

৪৫] তিনি বলেন, বিশ্বে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক চলছে। আমরাও আতঙ্ক মুক্ত নয়। ৩ জন সনাক্ত হয়েছে, তাই সাবধান থাকতে হবে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। জনগণকে সচেতন এবং সতর্ক করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। এই দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে।

[৫] তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকা-ফ্রান্সসহ অনেক শক্তিশালী দেশ করোনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তারা হিমশিম খাচ্ছে। তাই করোনা ভাইরাস নিয়ে কথা বলার আগে ফখরুল ইসলাম সাহেবকে লেখাপড়া করতে হবে। কারণ এই ভাইরাস সংক্রমিত হওয়ার ১৫ দিন পর সনাক্ত করা যায়। তার আগে সনাক্ত করা সম্ভব হয় না।

[৬] তথ্যমন্ত্রী বলেন, পাপিয়াকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম কাল্পনিক তালিকা দিয়ে সংবাদ প্রকাশ করেছে। এ ধরনের নিউজ করে তার দায় সে এড়াতে পারে না। যাচাই না করে কাল্পনিকভাবে তালিকা প্রকাশ করে সম্মানিত ব্যক্তিদের নাম প্রকাশ করাটা দায়িত্বশীলতার মধ্য পড়ে না। যারা এসব কাজ করছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।

[৭] বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে নাটোর জেলা আওয়ামী লীগের সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কাসাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়