শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়থ লোন ও ই-কমার্স নীতিমালা চায় এসএমই উদ্যোগক্তারা

এস.ইসলাম জয়: [২] দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে চলছে ৮ দিন ব্যাপী এসএমই মেলা। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বল্প পুঁজির উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে। এসএমই উদ্যোক্তাদের নানামুখী সম্যার মধ্য দিয়ে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে হয়।

[৩] বুধবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব এমএসএমইএস’শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

[৪] এ অনুষ্ঠানে উদ্যোক্তাদের নানামুখী সমস্যার কথা শুনতে চান বিভিন্ন ব্যাংক উর্ধ্বতন কর্মকর্তা ও আয়োজকরা। উন্মোক্ত প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা থেকে আগত মো.ওলি উল্লাহ জানান, ব্যাংকের চেয়ে তারা এনজিও থেকে সহজে লোন পান। কেন্দ্রী ব্যাংকের নির্দেশনায় ব্যাংকিং সেক্টরে এসএমই উদ্যোগক্তাদের সহজ শর্তে লোন দেওয়ার কথা থাকলেও তারা শর্তের বেড়াজালে বেধে ফেলেন । তিনি জানান, ব্যাংকে লোনের জন্য আবেদন করলে মর্টগেজ না দিলে লোন হয় না। সেখানে এনজিওগুলো ট্রেড লাইসেন্স থাকা সাপেক্ষ লোন দিয়ে দেয় কোন জামানত ছাড়াই।

[৫] কুষ্টিয়া থেকে অংশ নেয়া এক জন উদ্যোক্তা মো. জসিম বলেন, সোনলী ব্যাংক থেকে ৫ লাখ টাকা লোন নিতে গিয়ে ৪০ লাখ টাকার জামানত দিতে হয়েছে। এর পিছেনে ৪০ হাজার টাকার কাগজপত্র তৈরি করতে হয়েছে। তাহলে কি সবার পক্ষে সম্ভব ব্যাংক লোন নেওয়া?

[৬] অংশ গ্রহণকারী উদ্যোগক্তারা সহজ শর্তে লোন সেবা,অনলাইনের অবাধ বিচরণে ই-কমার্স নীতিমালা,আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে এসএমই এ্যাপ চালুর দাবী জানান।

[৭] প্রধান অতিথির বক্তব্যে অর্থ বিভাগের সিনিয়র সচিব বলেন,ই-কমার্স নীতিমালা এখন সময়ের দাবী। এসএমই,আইসিটি মন্ত্রণালয় এবং ব্যাংকগুলো মিলে যদি একটি প্লাট ফর্ম তৈরি করে তবে গ্রাহকদের জন্য যে কোন ডেটা এ্যানালাইসিস করে লোন পেতে বা দিতে সমস্যা হবে না।

[৮] অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের এমডি, হেড অব এসএমই,মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী ও এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়