শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ২৬ মাস কারাভোগের পর দেশে ফিরলো রাখাল

লালমনিরহাট প্রতিনিধি : [২] ভারতীয় কারাগারে ২৬ মাস সাজা ভোগ করে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশে ফিরেন নুরুজ্জামান মিয়া(৩৫) নামে এক গরুর রাখাল।

[৪] বুধবার (১১ মার্চ) দুপুরে ভারতীয় পুলিশ পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।

[৫] দেশে ফেরত গরুর রাখাল নুরুজ্জামান মিয়া পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী গ্রামের মফুর উদ্দিনের ছেলে।

[৬] পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার একটি সীমান্ত হয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে যায় নুরুজ্জামান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে ভারতীয় পুলিশ মাধ্যমে আদালতে সোপর্দ করে। অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় আদালত তাকে ২৬ মাসের কারাদণ্ড দেন।
অবশেষে ভারতের জলপাইগুড়ি কারাগারে সাজাভোগ করে বুধবার (১১ মার্চ) ভারতীয় পুলিশ বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে নুরুজ্জামানকে হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৭] বুড়িমারী স্থরবন্দরের ইমিগ্রেশনের পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশে ফেরত নুরুজ্জামানকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়