শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফোনকে জীবাণুমুক্ত রাখার উপায়

জেবা আফরোজ : [২] আমাদের মোবাইল ফোন ছাড়া চলেই না। আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ এই মোবাইল ফোন। কিন্তু এই ফোনে বেঁচে থাকে ১৭ হাজারেরও বেশি জীবাণু। এক গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীরা দৈনিক গড়ে ৬৭ বার মোবাইল ফোন হাতে নেন। আর এই ফোনে টয়লেট সিটের চেয়েও ১০ গুণ বেশি জীবাণু থাকে। রাইজিং বিডি, প্রভাতী নিউজ, সময় টিভি

[৩] অ্যাপল ও গুগল তাদের সাপোর্ট পেজে ফোনকে জীবাণুমুক্ত রাখার গাইডলাইন দিয়েছে। অ্যাপল উষ্ণ পানিতে একটি শুকনো পরিষ্কার তোয়ালে ভিজিয়ে ফোনের ডিসপ্লে ও ব্যাক প্যানেল মোছার পরামর্শ দিয়েছে। অন্যদিকে গুগল বলছে, কম ক্ষারযুক্ত সাবান পানির মিশ্রণ দিয়ে ফোন পরিষ্কার করলেও কোনো সমস্যা নেই।

[৪] এই প্রক্রিয়ায় আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন ১০, আইফোন ১০আর, আইফোন ১০ এস, আইফোন ১০ এস ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, গ্যালাক্সি এস৭, গ্যালাক্সি এস৭ এজ, গ্যালাক্সি এস৮, গ্যালাক্সি এস৮ প্লাস, গ্যালাক্সি এস৯, গ্যালাক্সি এস৯ প্লাস, গ্যালাক্সি এস ১০, গ্যালাক্সি এস ১০ প্লাস, গ্যালাক্সি ফোল্ড, পিক্সেল ২, পিক্সেল ৩ ও পিক্সেল ৪ মডেলের পানি নিরোধী ফোন পরিষ্কার করা যাবে।

[৫] পরিষ্কার করার সময় প্রথমে ফোনটি বন্ধ করতে হবে। এরপর সব অ্যাক্সেসরিজ যেমন ডেটা ক্যাবল বা হেডফোন খুলে নিতে হবে। তারপর পানি ও সাবানের মিশ্রণে পাতলা তোয়ালে বা কাপড় ডুবিয়ে ফোনের চারপাশ মুছে আরেকটি শুকনো কাপড় দিয়ে ফোনটিকে মুছে নিতে হবে। মোছার সময় খেয়াল রাখবেন যেন কোথাও পানি লেগে না থাকে।

[৬] একইভাবে সিম কার্ডও পরিষ্কার করা যাবে। সিম ট্রে খুলে চিকন কটন বাড পানি ও সাবানের মিশ্রণে ডুবিয়ে অতিরিক্ত পানি চিপে নিয়ে কার্ডটি পরিষ্কার করা যাবে। এরপর সিম কার্ডটি একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়