শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের বিশেষ অধিবেশন নিয়ে বিকাল ৪টায় সিদ্ধান্ত

মনিরুল ইসলাম : [২] বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে সংসদের বিশেষ অধিবেশন চলবে না স্থগিত করা হবে তা নিয়ে আজ সিদ্ধান্ত নেয়া হবে কার্য উপদেশ কমিটির বৈঠকে।

[৩] সংসদ ভবনে বিকাল ৪টা কমিটির সভাপতি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

[৪] জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২২-২৩ মার্চ জাতীয় সংসদে বিশেষ অধিবেশন বসার কথা রয়েছে। এই অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি, সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেয়ার কথা। জাপানের স্পীকারকেও আমন্ত্রণ জানানো হয়েছিলো।

[৫] এদিকে, একটি সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারনে প্রণব মুখার্জি আসতে পারছেন না। তবে সরকারের পক্ষ থেকেও গত রোববার জানিয়ে দেয়া হয়েছে, দেশে করোনা ভাইরাস দেখা দেয়ায় কোনো বিদেশি অতিথি আসছেন না। মুজিব বর্ষের ১৭ মার্চের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

[৬] সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, অতীতে বিশেষ সংসদ অধিবেশনে ডেকে বাতিল বা স্থগিতের কোনো নজির নেই। এরপরও কার্য উপদেষ্টা কমিটি যেহেতু জাতীয় সংসদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তাই এই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়