শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে বিদেশ ফেরত ৫৯ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

সোহেল হোসাইন, মানিকগঞ্জ ১০ ফেব্রুয়ারি : [২] মানিকগঞ্জে বিদেশ ফেরত ৫৯ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে(বাড়িতে বিশেষ ব্যবস্থায়)রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার সিভিল সার্জন একেএম আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৯ জন ব্যক্তি মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় নিজ বাড়িতে এসেছেন। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৩২ জন, শিবালয়ে ৬ জন, সাটুরিয়ায় ১৮ জন, দৌলতপুরে ২ জন এবং সিঙ্গাইরে ১ জন ব্যক্তি রয়েছেন। চীন, ইতালি, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, সৌদিআরব এবং সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে তাঁরা এসেছেন।

জেলায় করোনা প্রতিরোধমূলক ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। হাসপাতালের পুরাতন ভবনের দোতলায় একটি কক্ষে ১২ শয্যার আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে মাল্টিসেক্টরাল সমন্বয় কমিটি, র্যা পিড রেসপন্স কমিটি এবং কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, বিদেশ ফেরত এসব ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছে। তাঁদের সবাইকে নিজ বাসায় বিশেষ ব্যবস্থায়(হোম কোয়ারেন্টাইনে)রাখা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদেরও বাড়ির ভেতরে রাখা হয়েছে। বিদেশ ফেরত এসব ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের কারো স্বাস্থ্যের কোনো সমস্যা নেই।
তিনি আরো বলেন, এসব ব্যক্তি ও তাদের পরিবারের কাউকে বাড়ি থেকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা সেখানে দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসন এসএম ফেরদৌস জানান, মানিকগঞ্জ পৌরসভার কেওয়ারজানী এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনে নতুন ভবনে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে। বিদেশ ফেরত আসা ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে জনসাধানকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে সিভিল সার্জন আনোয়ারুল আমিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং স্বাস্থ্যসেবা দিতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়