শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাল ফিতায় ফাইল বন্দি ঠাকুরগাঁও চিনি কলের উন্নয়ন প্রকল্প !

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও : [২] প্রায় চার বছর আগে ঠাকুরগাঁও চিনিকলটিকে আধুনিকরণের উদ্যোক্ত নেয়া হলেও এখন কাজ শুরু হয়নি । একনেকের বিশেষ সভায় মিলটির উন্নয়ন জন্য ৫শ কোটি টাকা অনুমোদন দেয় সরকার। তবে লাল ফিতার দৌড়াত্মে ফাইল নড়ছে না এই অভিযোগ সংশ্লিষ্টদের ।

[৩] আখচাষি সমিতির নেতা আনোয়ার হোসেন বলেন সরকারের সদ্বিচ্ছা আছে শুধু মাত্র আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পের কাজ এগুচ্ছে না । শ্রমিক নেতা ওবায়দুর রহমান বলেন প্রকল্পের কাজ শুরু হলে নতুন চাষী তৈরি হবে আখচাষের জন্য । এতে কাচাঁমালের সংকট অনেকাংশ দুর হবে এবং চিনি উৎপাদন বৃদ্ধি পাবে এই মিলে।

[৪] জানা গেছে, ১৯৫৬ সালে প্রায় দুই কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ২০ একর জমি উপর চিনিকলটির নির্মাণ শুরু হয়। বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় ১৯৫৯ সালে। শুরুতেই চিনি আহরণের হার ছিল শতকরা ৮-৯ ভাগ। কিন্তু বর্তমানে জরাজীর্ণ যন্ত্রপাতি জোড়াতালি দিয়ে কোনোরকমে চলছে কারখানাটি। হ্রাস পেয়েছে চিনি আহরণের হার। উৎপাদন শক্তিও হারিয়ে ফেলেছে ৬০ বছরের প্রাচীন এই কারখানাটি।

[৫] ঠাকুরগাঁও সুগারক্রপস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকতা ড. শরিফুল ইসলাম বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে যে পদ্ধতিতে চিনি উৎপাদন হচ্ছে, এতে প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হয় ২শ’ টাকা। আর বিক্রি করছে ৫০-৬০ টাকা দরে। মিলগুলোতে লোকসান বৃদ্ধির এটি একটি কারণ বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয়দের দাবির মুখে এ মিলটিকে আধুনিকীকরণ করে লাভজনক করতে বর্তমান সরকার শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে গত চারবছর আগে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়।দুই-চার গাড়ী কিনা হয়েছে প্রকল্পের টাকা দিয়ে কিন্তু মুল কাজ শুরু হয়নি । এ নিয়ে শ্রমিক-কর্মচারিদের মধ্যে হতাশা বিরাজ করছে ।
ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন , প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়