শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফ স্থলবন্দরে দেড় মাসে মিয়ানমারের ১৫৩ মাঝি-মাল্লাকে স্ক্যানিং পরীক্ষা

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : [১] কক্সবাজারের টেকনাফে স্থলবন্দরে করোনা ভাইরাস নিয়ে সতর্কতা বাড়ানো হয়েছে।পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে স্থলবন্দর ও করিডোরে বিভিন্ন পণ্য ও পশুবাহী জাহাজ-ট্রলারের যাতায়াত রয়েছে।ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি তিন সদস্যের মেডিকেল টিম প্রতিদিন স্থলবন্দরে আগত ট্রলারের মাঝি-মাল্লাদের চলাচল নিয়ন্ত্রণসহ স্ক্যানিং এর মাধ্যমে তাদের পরীক্ষা করা হচ্ছে নিয়মিত।এই মেডিকেল টিমের টিম লিডার ডা.শুভ্র দেব।

[২] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শুভ্র দেব বলেন,স্থলবন্দরে প্রতিদিন মিয়ানমার থেকে ট্রলারে করে আসা মাঝি-মাল্লাদের পরীক্ষা করা হচ্ছে।থার্মোমিটার দিয়ে তাদের টেম্পারেচার দেখা হয়।শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি আছে কিনা প্রতিদিন তাদের জিজ্ঞেসা করা হচ্ছে।তবে কেউ সরাসরি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে তাদের পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই।তিনি আরো বলেন,চলতি বছরের জানুয়ারি মাসের শেষে দিক থেকে শুরু করে মঙ্গলবার এ পর্যন্ত ১৫৩জনকে স্ক্যানিং করতে পেরেছি এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

[৩] এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন)জসিম উদ্দিন বলেন,করোনাভাইরাস নিয়ে বন্দরে সর্তকতা জারি রয়েছে। উপজেলা হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল টিম কাজ করছেন। বন্দরে আসা মিয়ানমারের ট্রলারে থাকা নাগরিকদের স্ক্যানিং করা হচ্ছে। তাছাড়া তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এসব নাগরিকরা যেন দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, সে ব্যাপারে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে।
উল্লেখ্য,রোববার (৮ মার্চ) ঢাকায় তিন বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশেও এই ভাইরাস নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়