শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিকভাবে একঘরে; নিরাপত্তা চেয়ে ১০ পরিবারের সংবাদ সম্মেলন

অলক কুমার দাস, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের কাছরা গ্রামের অসহায় ১০টি পরিবার তাদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে হামিদপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানা যায়, ঘাটাইল উপজেলার কাছরা গ্রামের প্রতিবেশী আব্দুর রশিদ, রফিকুল ইসলাম ও আব্দুর রহিমদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে প্রথমে ৪টি, পরে ৬টি পরিবারসহ ১০টি পরিবারকে একঘরে করে দেয়। ফলে ওই ১০টি পরিবার ধর্মীয় আচার অনুষ্ঠান, বাচ্চাদের লেখাপড়া, চিকিৎসাসহ সকল প্রকার সমস্যার সম্মুখীন হতে থাকে।

পরে ওই এক ঘরে ১০টি পরিবার অন্য কোন উপায় না পেয়ে তারা কাছরা উত্তরপাড়া জামে মসজিদ নামে প্রায় এক বছর পূর্বে একটি মসজিদ স্থাপন করেন। এতে ক্ষিপ্ত হয়ে রশিদ তার সংবদ্ধ চক্রের ২০-৩০ জন লোক নিয়ে ৪ মার্চ রাতে পরিকল্পিতভাবে ওই ১০টি পরিবারের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।

পরদিন প্রকাশ্য দিবালোকে আব্দুর রশিদ পুণরায় ওই ১০টি পরিবারের নির্মিত মসজিদটি ভেঙে ফেলে। ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি মীমাংসা করে দেয়ার আশ্বাস দিলেও অদ্যাবদি কোনো সমাধান হয়নি বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ওই পরিবারের সদস্যরা।

অন্যদিকে অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার ১০টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাছরা গ্রামের সোনামিয়া, জোয়াহের আলী, শাজাহান, আজহারুল ইসলাম, লিটন হোসেন আলী, আকবর ও শামসুল হক সহ ১০ পরিবারের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়