শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়কের ক্যাডার গুলিবিদ্ধ

বগুড়া প্রতিনিধি : [২] অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীরের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনের ক্যাডার আকাশ অভ্যন্তরিন দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন অফিসের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ক্যাডার আকাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৩] জানা গেছে, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনের ক্যাডার উপজেলার বুইকারা গ্রামের আব্দুল্লাহর ছেলে আকাশ মঙ্গলবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের বাড়ি (নওয়াপাড়া পীরবাড়ি) সংলগ্ন অফিসে দলীয় ক্যাডারদের সাথে বসে ছিলো। এ সময় অভ্যন্তরীন দ্বন্দ্বে তর্ক বিতর্কের এক পর্যায়ে কে/কারা তাকে গুলি করে। গুলিটি আকাশের গলায় বিদ্ধ হয়। তাৎক্ষনিক ভাবে অফিসে থাকা অন্যান্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি গলায় লেগে বিদ্ধ হয়ে বেরিয়ে গেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এদিকে স্থানীয় নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে আকাশ গুলিবিদ্ধ হয়েছে। তবে ঘটনার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন অফিসে ছিলেন কিনা জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়