শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত সন্দেহ, সৌদি ফেরত নারী সিলেট হাসপাতাল থেকে উধাও

যুগান্তর : [২] সিলেটে সৌদি ফেরত এক নারী জ্বর নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে যান। পরে কর্তব্যরত ডাক্তাররা তার রোগের বিস্তারিত তথ্য শুনে ‘করোনাভাইরাস’ সন্দেহ করেন।

[৩] একই সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিয়ে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করানো জন্য লিখে দেন। তিনি পরীক্ষা করানোর কথা বলে হাসপাতাল থেকে উধাও হয়ে গেছেন। পরে ডাক্তাররা অনেক খোঁজা-খুঁজির পর তাকে না পেয়ে সিলেটের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেন।

মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী ৭০ বছর বয়সী এই নারী মোগলাবাজারে ইসলামপুর এলাকার বাসিন্দা।

[৪] বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, সৌদি ফেরত এই নারী ১ সপ্তাহ আগে দেশে আসেন। দেশে আসার পর তার জ্বর হলে তিনি হাসপাতালে যান। ডাক্তাররা তার কাছ থেকে রোগের বিস্তারিত তথ্য শুনে প্রবাসী হওয়ায় তাকে ‘করোনাভাইরাস’ আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু তিনি এরপরই হাসপাতাল থেকে পালিয়ে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর দেয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।

[৫] তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি রোগীর স্বজনদের বুঝিয়ে প্রবাসী এই নারীকে কোয়ারেন্টাইনে নিয়ে আসতে। যদি তিনি আসতে না চান তাহলে তাকে বাড়ির মধ্যেই কোয়ারেন্টাইন করে রাখা হবে।

[৬]প্রসঙ্গত, এর আগে গত ৪ মার্চ এক দুবাই প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হলে রক্ত পরীক্ষার রিপোর্টে তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় তাকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়