শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুপ্তহামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদুক

সামিউল শাওন: [২] সোমবার সকালে দেশটির রাজধানী খার্তুমে আব্দুল্লাহর গাড়িবহরে বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ হামলায় তার কোনো ক্ষতি হয়নি। তবে কারা এই হামলা চালিয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ এখন দায় স্বীকারও করেনি। আলজাজিরা

[৩] প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়টি হামদক নিজেই তার টুইটারে পোস্ট করে জানিয়ে বলেন, সুদানের জনগণের প্রতি আশ্বস্ত করছি যে, আমি নিরাপদ এবং ভালো অবস্থানে আছি। হামদক বলেন, যা কিছুই ঘটুক, কোনোভাবেই আমাকে পথ সরাতে পারবে না। বিপ্লবের পথে এটা অতিরিক্ত একটি ধাক্কা ছাড়া কিছু নয়।

[৪] টুইটারে তিনি হাসিমুখে অফিস করার কিছু ছবিও পোস্ট করেন। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হামদকের গাড়িবহর। প্রধানমন্ত্রী তার দপ্তরে আসার পথে, তার গাড়ি বহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

[৫] এদিকে সুদানের প্রধানমন্ত্রীর স্ত্রীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানায়, আবদাল্লাহ অল্পের জন্য বেঁচে গেছেন এবং তাকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

[৬] ২০১৯ সালে এপ্রিলে সুদানে এক গণতন্ত্রপন্থী আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন ঘটে। এরপর ক্ষমতা দখল করে বেসামরিক নেতৃত্বের সরকার। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগস্টে দায়িত্ব নেন আব্দাল্লাহ হামদুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়