শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাফল্যের ষোলোকলা পূর্ণ করার আশা টাইগারদের, অন্তত একটা জয় চায় জিম্বাবুয়ে

আক্তারুজ্জামান : [২] ব্যর্থতার ষোলোকলা বাংলাদেশের ক্রিকেটে খুবই পরিচিত শব্দ। কিন্তু এবার আর সেটা হয়নি। জিম্বাবুয়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজটি সাফল্যে ভরা। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর প্রথম টি-টোয়েন্টিতেও বড় জয়। এবার সংক্ষিপ্ত ফরম্যাটে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের পালা। দু’দলের শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামীকাল বুধবার। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

[৩] দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না সফরকারীরা। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সমানভাবে দাপট দেখাচ্ছে টাইগাররা। লিটন, তামিম, মুশফিকরা রাজত্ব করছেন ব্যাট হাতে। সেখানে নতুন সৈন্য হিসেবে যোগ দিয়ে শক্তি দেখিয়েছেন সৌম্যও। বল হাতে সাইফউদ্দীন, মুস্তাফিজ ও শফিউলের সঙ্গে ছোট মরিচের মতো তেজ দেখাচ্ছেন লেগস্পিনার আমিনুল। আজও সমানভাবে জ্বলে উঠলে পরিপূর্ণ জয়ে সিরিজ শেষ করতে পারবে স্বাগতিকরা।

[৪] অন্যদিকে আহত বাঘের মতো আক্রমণ করার আশায় বসে আছে সফরকারী জিম্বাবুয়ে। সবকিছু হারিয়ে একটা জয় নিয়ে দেশে ফেরার আশা শন উইলিয়ামসদের। কেননা দেশের ক্রিকেট যখন একেবারে খাদের কিনারে, তখন একটা জয় পারে তাদের ড্রেসিংরুমের পরিবেশটা বদলে দিতে। সেটা করার ক্ষমতাও আছে তাদের। দ্বিতীয় ওয়ানডেতে ৩২২ রানের জবাবে ৩১৮ রান করে নিজেদের সক্ষমতা দেখিয়েছে মুতুম্বারা। তাই অন্তত শেষটা রাঙিয়ে দেশে ফিরতে চায় জিম্বাবুয়ে দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়