শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে কৃষকের ১০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই

এম. মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: [২] মঙ্গলবার দুপুরের দিকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খেটে খাওয়া কৃষকের স্বপ্ন।

[৩] কৃষকরা জানায়, শালিখা গ্রামের কৃষক ইমান আলীর আখ ক্ষেতে শুকনো পাতা পোড়ানোর কাজ করছিল শ্রমিকরা। এসময় আখের আগুন ছড়িয়ে পানের বরজে লাগে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা পান বরজে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। শহর থেকে দমকল বাহিনী পৌঁছানোর আগেই পুড়ে যায় ১০ বিঘা জমির পান। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলো শালিখা গ্রামের খোকন আলী, ইমরান হোসেন, নয়ন হোসেন, শিব দত্ত, আজু হোসেন, ইমান আলী, রতন হোসেন ও বাকের আলী। আগুনে কৃষকের ক্ষতি হয় প্রায় ২০ লক্ষাধিক টাকা।

[৪] শালিখা গ্রামের কৃষক খোকন আলী জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি ১৬ শতক জমিতে পানের বরজ করেছিলেন। এটাই তার আয়-উপার্জনের একমাত্র পথ। গত বছরও আগুন লেগে তার পানের বরজ পুড়ে যায়। আজ আবার পানের বরজটি পুড়ে যাওয়ায় ক্ষেতের পাশেই কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন ওই কৃষক।

[৫] কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে প্রায় ১০ বিঘা জমির পান বরজ পুড়ে যায়। জমির পাশের আখ ক্ষেতের শুকনো পাতা পোড়ানোর সময় এই আগুনের সুত্রপাত বলে যোগ করেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়