শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চসিক নির্বাচনে রেজাউল ও শাহাদাত প্রচারণায় ব্যস্ত

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম প্রতিনিধি: [২] প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারণায় ব্যস্ত সময় কাটছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনের আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থীর।

[৩] আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির প্রথম দিনে পাথরঘাটা, বকশিরহাট ও দেওয়ান বাজার দক্ষিণ পতেঙ্গা, উত্তর পতেঙ্গা দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

[৪] এম রেজাউল করিম চৌধুরী বলেন, প্রতিদিন ২-৩টি ওয়ার্ডে গণসংযোগ করবো আমি। ভোটারদের উদ্দেশে আমি বলছি-সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত নগর গড়ে তুলতে নৌকায় ভোট দিন। প্রার্থীর পক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) প্রাঙ্গণে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মিসভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সভা শেষে নেতৃবৃন্দ লালখান বাজার ওয়ার্ড এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন।

[৫] অপরদিকে, বিএনপির মেয়ের প্রার্থী ডা. শাহাদাত হোসেন হজরত আমানত খান (র.) মাজার জেয়ারত করে আশপাশের এলাকাসহ দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ ও পাঁচলাইশ ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

[৬] ডা. শাহাদাত হোসেন বলেন, চসিক নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের উৎসাহের কমতি নেই। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে যাবে। আমি ভোটারদের বলছি-একটি নিরাপদ, জলাবদ্ধতামুক্ত, সুন্দর নগরী হিসেবে চট্টগ্রামকে ঢেলে সাজানোর জন্য আমাকে ভোট দিন।

[৭] প্রার্থীর পক্ষে মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন হলে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নগর বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ উপস্থিত ছিলেন। উভয় প্রার্থীর পক্ষে প্রচারণা চলছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়