শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেপ্তার, ১১ লাখ টাকা উদ্ধার।

জয়নুল আবেদীন, বরগুনা প্রতিনিধি :[২] পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিন জনশক্তি কোম্পানীর কোটি টাকা ডাকাতির ঘটনায় সোমবার রাতে রাহাত ফকির ও সেলিম হাওলাদার নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাত রাহাতের কাছ থেকে ডাকাতির সাড়ে ১১ লখ টাকা উদ্ধার করা হয়েছে।

[৩] পুলিশ ও কোম্পানী সূত্রে জানাগেছে, আরইডব্লিউ, এসইডব্লিউ ও জেটি ট্রেডার্স নামের তিন জনশক্তি কোম্পানী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সরবরাহ করে আসছে। ওই তিন কোম্পানীর ৫ শতাধিক শ্রমিক পায়রা তাপ বিদ্যুৎ কাজ করে। জানুয়ারি মাসের ওই শ্রমিকদের বেতন দেওয়ার জন্য বরিশাল প্রিমিয়ার ব্যাংক থেকে আরইডব্লিউ সাড়ে ১২ লাখ, এসইডব্লিউ ৩৬ লাখ ও জেপি ট্রেডার্স ৫২ লাখ টাকা উত্তোলন করে কলাপাড়া উপজেলার তাপ বিদ্যুৎ কেন্দ্রে মাইক্রোবাস (ঢাকা মোট্রো-চ-৫১-৫৭৬১) যোগে নিয়ে যাচ্ছিল।

[৪] পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের টিয়াখালী কলেজ সংলগ্ন স্থানে একটি ভ্যান গাড়ী ও বাঁশ ফেলে মাইক্রোবাসের গতিরোধ করে। পরে পিছন দিক থেকে ৫-৬ টি মোটর সাইকেলে আসা ডাকাত দল দেশীয় অস্ত্র দিয়ে মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং মাইক্রোবাসটি অস্ত্রের মুখে জিম্মি করে টিয়াখালী কাঁচা সড়কে নিয়ে যায়, এবং তারা ডাকাতি করে টাকা নিয়ে যায় ।

[৫] আমতলী থানার ওসি মো: আবুল বাশার বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিন জনশক্তি কোম্পানীর ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়