শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে দর্শকশূন্য মাঠে খেলবে মেসিরা

রাকিব উদ্দীন : [১] করোনাভাইরাস আতঙ্কে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে গতকাল পিএসজি-ডর্টমুন্ড ম্যাচ ক্লোজড ডোরে হওয়ার ঘোষণা দিয়েছিলো উয়েফা। এবার নাপোলির বিপক্ষে ক্যাম্প ন্যু’তে বার্সেলোনার ম্যাচটিও ক্লোজড ডোরে হওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

[২] আজ ম্যাচ আয়েজনে ব্যাপারে কাতালুনিয়ার আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন বার্সেলোনার প্রতিনিধিরা। এরপর সরকারি নির্দেশনা মেনে নিয়ে ‘ক্লোজড ডোর’ ম্যাচ আয়োজন করার বিষয়টি নিশ্চিত করে অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে ক্লাবটি।

[৩] স্পেনের কাতালুনিয়ায় করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এর প্রেক্ষিতে প্রাণঘাতী এই ভাইরাসটি ছড়িয়ে পড়া এড়াতে সতর্কতার অংশ হিসেবে বার্সা-নাপোলি ম্যাচে দর্শক না রাখার সিদ্ধান্ত এসেছে। কাতালুনিয়া আঞ্চলিক সরকারের জনস্বাস্থ্য মন্ত্রী জোয়ান গুইক্স বলেছেন, ‘এটা এমন একটা সিদ্ধান্ত যা কেবল স্বাস্থ্যগত কারণে নেওয়া হয়েছে।’

[৪] আগামী ১৯ মার্চ ন্যু ক্যাম্পে নাপোলির মুখোমুখি হবে বার্সা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। আগের লেগে ইতালিয়ান ক্লাবটির মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছিলেন লিওনেল মেসিরা।

[৫] ভ্যালেন্সিয়া ও আটালান্টার মধ্যকার ম্যাচের অনুসরণে চ্যাম্পিয়ন্স লিগে এটি দ্বিতীয় স্প্যানিশ-ইতালিয়ান লড়াই, যেখানে সমর্থকদের নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় খেলতে নামবে দল দুটি।

[৬] এর আগে একই প্রতিযোগিতায় প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটিও দর্শকহীন স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার ফ্রান্সের ক্লাব পিএসজির মাঠে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়