শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গ্রিল কেটে চুরি করেন জামাই, রাখতেন শ্বাশুড়ি!

সুজন কৈরী : [২] রাজধানীর শাহআলী এলাকায় অভিয়ান চালিয়ে চুরি করা ও চুরির মালামাল রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ফুলিশ। তারা হলেন- জামাই মো. মুরাদ ও তার শ্বাশুড়ি মোছা. রহিমা। তারা সম্পর্কে জামাই-শ্বাশুড়ি।

[৩] শাহআলী থানার এসআই রবিউল ইসলাম জানান, গত রোববার আদাবর থানার এএসআই রাসেল লস্কর চোরাই মুঠোফোন রাখার অভিযোগে মুরাদকে আটক করেন। পরে উদ্ধার মুঠোফোন থেকে একটি নাম্বারে কল দিলে অপর প্রান্ত থেকে সচিব পদমর্যাদার এক কর্মকর্তা রিসিভ করেন। তিনি বলছিলেন এটি তার এক পরিচিতের নম্বর, যিনি শাহআলী এলাকায় থাকেন। এরপর এএসআই রাসেল শাহআলীর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। মুঠোফোনের কথা জানতে চাইলে বুঝতে পারেন তার বাসায় চুরি হয়েছে এবং রান্না ঘরের গ্রিল কাটা দেখেন। পরে এ ঘটনায় শাহআলী থানায় তিনি মামলা করেন।

[৪] পুলিশি জিজ্ঞাসাবাদে মুরাদ জানান, চুরি করা মালামাল শাহআলী থানার একটি বস্তির ভাড়া বাসায় তার শ্বাশুড়ির কাছে রয়েছে। এরপর সোমবার শাহআলী থানা পুলিশ ওই বস্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ল্যাপটপ, মুঠোফোন, স্বর্ণের আংটিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে। সেইসঙ্গে গ্রেপ্তার করে মুরাদের শ্বাশুড়ি রহিমাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়