শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর টুঙ্গিপাড়া কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : [২] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ওপর প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন তাকে না জানিয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ২ হাজার ৮০০ গৃহহীনকে ঘর বরাদ্দ দেওয়ায়। প্রধানমন্ত্রী প্রশ্ন করে বলেন, টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় এত গৃহহীন পেলেন কোথায়? এ ছাড়া প্রধানমন্ত্রী করোনাভাইরাসের বিষয়টি মাথায় রেখে সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। বাংলাদেশ প্রতিদিন

[৩] একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদের বলেন, করোনা নিয়ে কেউ যেন নিজেদের মতো করে কোনো বক্তব্য না দেন। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ মনোভাব প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

[৪]  বৈঠক শেষ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী যখন উঠে যাচ্ছেন তখন তাকে থামিয়ে দিয়ে দুর্যোগ্য ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী আমার কিছু কথা ছিল। প্রধানমন্ত্রী ‘আজ না’ বলার পরও প্রতিমন্ত্রী আবারও বলেন, একটু শুনোন। এ কথা বলার পর প্রধানমন্ত্রী আবারও বসেন। এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা গৃহহীনদের ঘর বরাদ্দ দেওয়া শুরু করেছি। রবিবারই টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ২ হাজার ৮০০ গৃহহীনকে ঘর বরাদ্দ দিয়েছি। এ কথা শুনেই ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় এত গৃহহীন পেলেন কোথায়? আমি জানি না, আপনি বরাদ্দ দিয়ে দিলেন। আমার এলাকায় তো এত গৃহহীন নেই। এটি উপকূলীয় এলাকাও না। আজই এই বরাদ্দ বাতিল করুন। আর এত টাকা পেলেন কোথায়?

[৫]  এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন খাত থেকে কাটছাঁট করে অর্থ বের করেছি। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সচিবের (প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব) কাছে জানতে চান, টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার তালিকা কে দিয়েছে? জবাবে প্রধানমন্ত্রীর সচিব বলেন, তাদের কাছে যে তথ্য ছিল সেটি তারা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে দিয়েছেন। শেখ হাসিনা বলেন, সব বরাদ্দ বাতিল করেন। আমি সবাইকে নিয়ে বৈঠক করে সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে পদক্ষেপ নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়