শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু, মুক্তি পাচ্ছেন এক হাজার তালেবান যোদ্ধা

সিরাজুল ইসলাম: [২]: সোমবার কিছু সংখ্যক সেনা দেশটি ছেড়েছেন। ২৯ ফেব্রæয়ারি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে করা শান্তি চুক্তির আওতায় তারা সেদেশ ছাড়লেন। বিবিসি, আল জাজিরা

[৩] চুক্তি অনুসারে ১৩৫ দিনের মধ্যে ১২ হাজার থেকে ৮ হাজার ৬০০ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা প্রত্যাহার হলে দেশটিতে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

[৪] চুক্তিতে আফগান সরকার অংশ না নিলেও তালেবানের সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, তালেবানের সঙ্গে সরাসরি আলোচনার পূর্বশর্ত তাদের বন্দিদের মুক্তি দেয়া হতে পারে না। সোমবার তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

[৫] মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেটে বিবৃতিতে আফগানিস্তান থেকে প্রথম পর্যায়ে সেনা প্রত্যাহারের কথা জানান।

[৬] তালেবানের সঙ্গে শান্তি চুক্তি বহাল থাকলে ১৪ মাসের মধ্যে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র এবং এর সহযোগী ন্যাটো। চুক্তি অনুসারে আল কায়েদা কিংবা অন্য জঙ্গি গোষ্ঠীর প্রবেশ কিংবা হামলা থেকে দেশটিকে রক্ষা করার অঙ্গীকার করেছে তালেবান।

[৭] ২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ব্যবসা কেন্দ্র টুইন টাওয়ারে হামলার জেরে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং এর সহযোগীরা। আল কায়েদা সরকার উৎখাত হয়। নিহত হন দুই হাজার ৪০০ মার্কিন সেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়