মাজহারুল ইসলাম : [২] তাই রাজপরিবারে যাদেরকে তিনি প্রতিদ্ব›দ্বী ভাবছেন, তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছেন সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। আগামী নভেম্বরে রিয়াদে জি২০ সম্মেলনের আগেই সিংহাসনে আরোহণ করতে পারেন তিনি। মিডল ইস্ট আই
[৩] পাশ্চাত্যে এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান বাবার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন না। কারণ বাবার উপস্থিতি সিংহাসনে বসতে তার জন্য বৈধতা তৈরি করবে। কাজেই নভেম্বরের সম্মেলনে বাদশাহ হিসেবে অভিষিক্ত হওয়ার সুযোগ হিসেবে কাজে লাগাতে চান যুবরাজ। এর জন্য বাবাকে সিংহাসন ছাড়তে বাধ্য করতেও পারেন তিনি। ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান বর্তমানে স্মৃতিভ্রষ্টতায় ভুগলেও তার স্বাস্থ্য ভালো আছে।
[৪] এর আগে সিংহাসনের উত্তরসূরি প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে এ প্রক্রিয়া শুরু করেন মোহাম্মদ বিন সালমান। বাবাকে সিংহাসনচ্যুত করার মধ্য দিয়ে তা শেষ হতে পারে। মোহাম্মদ বিন সালমাসের প্রকল্পে যোগ দিতে বাদশাহ সালমানের ছোট ভাই আহমেদকে সর্বশেষ একটি সুযোগ দেয়া হয়েছিলো। কারণ এমবিএসের সিংহাসনে বসার ক্ষেত্রে কয়েক বছর ধরে তিনি বিরোধিতা করছিলেন।
[৫] আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ বা এমবিজেড, যিনি এমবিএসর দীক্ষাগুরু হিসেবে পরিচিত। যার কারণে এমবিএস ট্রাম্প শিবিরে ঘনিষ্ঠ হয়েছেন, তিনিও এই সা¤প্রতিক ধরপাকড়ে সম্পৃক্ত।