শিরোনাম
◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি বাদশাহকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসার পরিকল্পনা করছেন তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

মাজহারুল ইসলাম : [২] তাই রাজপরিবারে যাদেরকে তিনি প্রতিদ্ব›দ্বী ভাবছেন, তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছেন সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। আগামী নভেম্বরে রিয়াদে জি২০ সম্মেলনের আগেই সিংহাসনে আরোহণ করতে পারেন তিনি। মিডল ইস্ট আই

[৩] পাশ্চাত্যে এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান বাবার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন না। কারণ বাবার উপস্থিতি সিংহাসনে বসতে তার জন্য বৈধতা তৈরি করবে। কাজেই নভেম্বরের সম্মেলনে বাদশাহ হিসেবে অভিষিক্ত হওয়ার সুযোগ হিসেবে কাজে লাগাতে চান যুবরাজ। এর জন্য বাবাকে সিংহাসন ছাড়তে বাধ্য করতেও পারেন তিনি। ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান বর্তমানে স্মৃতিভ্রষ্টতায় ভুগলেও তার স্বাস্থ্য ভালো আছে।

[৪] এর আগে সিংহাসনের উত্তরসূরি প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে এ প্রক্রিয়া শুরু করেন মোহাম্মদ বিন সালমান। বাবাকে সিংহাসনচ্যুত করার মধ্য দিয়ে তা শেষ হতে পারে। মোহাম্মদ বিন সালমাসের প্রকল্পে যোগ দিতে বাদশাহ সালমানের ছোট ভাই আহমেদকে সর্বশেষ একটি সুযোগ দেয়া হয়েছিলো। কারণ এমবিএসের সিংহাসনে বসার ক্ষেত্রে কয়েক বছর ধরে তিনি বিরোধিতা করছিলেন।

[৫] আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ বা এমবিজেড, যিনি এমবিএসর দীক্ষাগুরু হিসেবে পরিচিত। যার কারণে এমবিএস ট্রাম্প শিবিরে ঘনিষ্ঠ হয়েছেন, তিনিও এই সা¤প্রতিক ধরপাকড়ে সম্পৃক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়