শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্তদের জন্য নারায়ণগঞ্জের ২ হাসপাতালে ৫০ শয্যার ইউনিট চালু রাজশাহীর ৩ স্টেডিয়ামে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে

মাজহারুল ইসলাম : [২] এর আগে নারায়ণগঞ্জের ১’শ ও ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে শয্যার ব্যবস্থা করা হয়েছিলো। এখন নতুন করে আরও ৫০ শয্যা যুক্ত হলো। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত কোন রোগী না পাওয়া গেলেও, পূর্ব পস্তুতির অংশ হিসেবে কোয়ারেন্টাইনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

[৩] নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ জানান, আইইডিসিআর এর পরামর্শ অনুযায়ী ৫০ শয্যার করোনা সেল করা হয়েছে। এটা প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। আর রাজশাহী বিভাগে এখন পর্যন্ত এমন রোগী না পাওয়া গেলেও, পূর্ব পস্তুতির অংশ হিসেবে সপুরার জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়াম, তেরোখাদিয়ার শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে ওই ব্যবস্থা নেয়া হয়েছে।

[৪] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য সোমবার জানিয়েছেন, স্থানীয় জেলা প্রশাসক, সিভিল সার্জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

[৫] রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে আইডি হাসপাতালে ৩০টি বেড প্রস্তুত রয়েছে। আউটডোরে ক্যাম্প স্থাপন করা হয়েছে। যারা সর্দি-খাশি-জ্বর নিয়ে আসবে, তাদের আলাদা পরিচর্যা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়