শিরোনাম

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হে লড়াকু জাতি, আসুন মানুষ বাঁচাতে লড়াই করি

পীর হাবিবুর রহমান: আমরা এক সময় প্রাকৃতিক দুর্যোগেরর কাছে কতো অসহায় ছিলাম। একেকটি ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষের করুণ মৃত্যু দেখেছি। ঘরবাড়ি, গবাদিপশু শেষ হয়েছে। এখন তার আগাম প্রস্তুতি নিতে পারছি। ক্ষয়ক্ষতির খবর আগের মতোন নেই। বন্যা হলেও প্রাণহানি আগের মতোন হয় না,পুনর্বাসন খাবার সরবরাহ দ্রুত হয়। আমাদের সুমহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ গণহত্যার শিকার, আড়াই লাখ মা-বোন ধর্ষিতা, গোটা দেশ বিধ্বস্ত। আমরা লড়াই করে ফিনিক্স পাখির মতোন ওঠে এসেছি। আসতে জানি, লড়তে জানি।

আজকের পৃথিবিতে উন্নত বিত্তশালী ক্ষমতাবান দেশগুলোও করোনাভাইরাসের আগ্রাসনে বড় অসহায়। কেউ এখনো চিকিৎসার ওষুধ বা প্রতিষেধক ভ্যকসিন বের করতে পারছেন না। শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত অনেকে মারা যাচ্ছেন, সে তুলনায় বিশাল অংশই সুস্থ হয়ে ঘরে ফিরছেন। তবে অর্থনীতি সামাজিক পরিবেশে এর আঘাত বড় তীব্র। আমাদের দেশে আঘাত করতেই জাতির পিতার জন্মশতবর্ষের বহুল প্রতিক্ষিত বিদেশি বরেণ্য নেতাদের নিয়ে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে যে জমকালো অনুষ্ঠান হবার কথা ছিলো তা পিছিয়ে পুনর্বিন্যাস করা হয়েছে। সঠিক সিদ্বান্ত। আমাদের মনোবল, সরকারের সাথে জনগণের যুক্ত সচেতনতার প্রচার, সব মিলিয়ে, এটাকে রুখতেই হবে। লোক সমাগম, মিছিল সমাবেশ সাময়িক নিষিদ্ব ও স্কুল কলেজ এখন বন্ধ করা উচিত। হে দেশের লড়াকু জাতি, আসুন মানুষ বাঁচাতে লড়াই করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়