শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) বেআইনিভাবে ভারত জাহাজ আটক করেছে : পাকিস্তান

ডেস্ক রিপোর্ট : (২)করাচিগামী চীনের একটি জাহাজ আটক করেছে ভারত। স¤প্রতি গুজরাটের কান্দলা বন্দর কর্তৃপক্ষ ওই জাহাজটি আটক করে। ভারতের অভিযোগ, জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কাজে লাগে এমন উপকরণ বহন করা হয়েছে। এদিকে ভারতের এমন অভিযোগকে ভিত্তি হীন দাবি করে জাহাজ আটকের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়শা ফারুকি বলেছেন, জাহাজে কোনো সামরিক সরঞ্জাম নেই। ভারত পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা দাবি করে বেআইনিভাবে জাহাজটি আটক করে রেখেছে। জাহাজে পণ্যের বিষয়ে তিনি বলেন, ওই জাহাজে শিল্প-পণ্য রয়েছে। কোনো ক্ষেপণাস্ত্র সরঞ্জাম নয় সেখানে ইট পোড়ানোর চুল্লি রয়েছে। পণ্যগুলোর তালিকা আমাদের কাছে রয়েছে। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কোনো পণ্য বা উপাদানে জাহাজে ছিল না।

(৩)পাকিস্তানের এমন প্রতিবাদ ও বিবৃতির পর রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে এ জাহাজ আটকের প্রতিবাদ জানিয়েছে। ভারত ওই জাহাজ আটক করে আর্ন্তজাতিক আইন লঙ্ঘন করেছে বলে বক্তব্য দিয়েছে চীন। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি চীন থেকে পাকিস্তানগামী জাহাজটি গুজরাটের কান্দলা বন্দরে এলে একে আটক করে ভারত কর্তৃপক্ষ। জাহাজে কি মালামাল রয়েছে তা নিবিড়ভাবে তদন্ত করে এর ছাড়া হবে বলে জানিয়েছিল ভারত সরকার। দুনিয়া নিউজ টিভি, ডন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়