শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টিতেও দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

আক্তারুজ্জামান : [২] টেস্ট ও ওয়ানডের মতো ছোট ফরম্যাটেও দুর্দান্ত বাংলাদেশকে দেখা গেলো। ব্যাটে-বলে দাপট দেখিয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো টাইগাররা। লিটন-তামিমের রেকর্ড জুটির পর সৌম্যর বিধ্বংসী ইনিংসে ২০০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ১৫২ রানেই গুটিয়ে যায় উইলিয়ামসরা।

[৩] দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস ও তামিম আজও চড়াও হন জিম্বাবুয়ের বোলারদের উপর। ৯২ রানের জুটি গড়ে ভাঙেন আগের ৭১ রানে রেকর্ড। ৩৩ বলে ৪১ করে ফেরেন তামিম। কিন্তু লিটন থামেন ফিফটির পর (৫৯)। পরে সৌম্য সরকারও নাকানিচুবানি খাইয়ে দেন সফরকারীদের। ৩২ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন সদ্য বিবাহিত জীবন শুরু করা সৌম্য। ৯২, ৪০ ও ৫৪ রানের তিনটি জুটিতেই ইনিংস শেষ করে স্বাগতিকরা।

[৪] বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আঘাত হানেন শফিউল। পরে মুস্তাফিজ আর আমিনুল ইসলাম বিপ্লবের কাছে ধরাশায়ী হয় উইলিয়মাসরা। কামুনহুকামু (২৮), উইলিয়ামস (২০), মুতুম্বানি (২০) একটু চেষ্টা করেন দলকে এগিয়ে নেয়ার কিন্তু তাতে হারের ব্যবধানটাই একটু কমে।

[৫] আমিনুল হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও পারেননি। তবে তিনটি উইকেট শিকার করেন এ লেগ স্পিনার। পরে মুস্তাফিজও তিনটি উইকেট শিকার করেন। আফিফ, সাইফউদ্দীন ও শফিউল একটি করে উইকেট নেন। বুধবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়