শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মন্দার দিকে এগিয়ে যাচ্ছে জাপানের অর্থনীতি

ইমরুল শাহেদ : [২] গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) জাপানের অর্থনীতি ৭.১ শতাংশ কমে যাওয়ায় দেশটির অর্থনীতি মন্দার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এটা ছিল প্রত্যাশার চাইতে বেশি। কিন্তু জাপানকে বলা হয় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। ইকোনোমিক টাইমস

[৩] এক বছরের মধ্যে এ ধরনের ঘটনা জাপানে এটাই হচ্ছে প্রথম। গত ১ অক্টোবর থেকে বিক্রয় কর বাড়ানোর পর খুচরা মূল্য সাংঘাতিকভাবে হোচট খায়। সোমবার মন্ত্রিপরিষদের দপ্তর থেকে এ বিষয়ে প্রকাশিত তথ্য থেকে দেখা যায়, গত মাসে যে ৬.৩ শতাংশ হ্রাস পেয়েছে বলে বলা হয়েছিল ৭.১ শতাংশ তারই সংশোধিত হিসাব।

[৪] এই তথ্যে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন খাত এবং অন্যান্য ব্যবসায়ের মন্দা প্রতিফলিত হয়নি। চলতি প্রান্তিকে মন্দাভাব আরও গভীর হতে পারে বলে আভাস দিয়েছেন জাপানের অর্থনীতিবিদরা।

[৫] উল্লেখ করার বিষয় হলো, অক্টোবর থেকে ডিসেম্বরের আগের প্রান্তিক থেকে মন্দা ১.৮ শতাংশ বেড়েছে। তার আগের প্রান্তিকে মন্দা ছিল ১.৬ শতাংশ। জাপানের অভ্যন্তরীণ লগ্নী এবং পণ্য ব্যবহার ২.৪ শতাংশ কমে গেছে। সরকারি ব্যয়েও দেখা দিয়েছে স্থবিরতা। স্টক ব্রোকার এসএমবিসি নিক্কো সিকিউরিটিজের বিশ্লেষক ইয়োশিমাসা মারুইয়ামা বলেছেন, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ।’ তিনি বলেন, ‘অর্থনীতি পিছিয়ে পড়াটা কৌশলগত মনে করা হলেও সেটা আর কৌশলগত থাকবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়