শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আয়ারল্যান্ড-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হবে ইংল্যান্ডের মাটিতে

রাকিব উদ্দীন : [২] চলতি বছরের মে মাসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো আয়ারল্যান্ডের মাটিতে হলেও টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচই হবে ইংল্যান্ডের মাটিতে। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

[৩] ইংল্যান্ডের চারটি ভেন্যু যথাক্রমে দ্য ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল এবং এজবাস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মূলত ক্লনটার্ফের পুনর্গঠনের কারণে একটি ভেন্যু কমে গেছে যাওয়ায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বাড়তি চাপ নিতে হচ্ছে তাদের। আন্তর্জাতিক সূচির চাপ সেই সঙ্গে আইসিসির বেঁধে দেওয়া শর্ত ছিল উইকেটের মানও ধরে রাখাটা একটু বেশিই দুষ্কর হয়ে পড়ছিল আইরিশদের। যে কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়েই নিজ দেশের হোম ভেন্যু ছেড়ে ইংল্যান্ডের সাহায্য নিতে হয়েছে তাদের।

[৪] এদিকে এবারই প্রথম আয়ারল্যান্ড কোন সিরিজ আয়োজন করতে যাচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। এর আগে ইংল্যান্ডকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ২০১০ সালে ইংলিশদের মাটিতে দুটি টেস্ট, একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছিল দুই দল।

[৫] ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪,১৬ ও ১৯ মে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২,২৪,২৭ ও ২৯ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়