শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর-হার্দিক

স্পোর্টস ডেস্ক : [২] দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে দীর্ঘদিন পর ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার ভুবনেশ্বর কুমার।

[৩] পান্ডিয়াকে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার দেখা গেছে গত বছর সেপ্টেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। এরপর পিঠের সার্জারির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়া শেষ ওয়ানডেও খেলেছেন গত বছর জুলাইয়ে।

[৪] এদিকে ভুবনেশ্বরকেও ভারতের হয়ে দেখা গেছে গত বছর। গত বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর একের পর এক চোটে মাঠের বাইরে থাকতে হয় তাকে।

[৫] পান্ডিয়া-ভুবনেশ্বরের পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে ফিরছেন শিখর ধাওয়ান। কাঁধের চোটের কারণে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি।

[৬] ভারতের ১৫ সদস্যের স্কোয়াড : শিখর ধাওয়ান, পৃথ্বি শ, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মনীশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, শুভমান গিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়